Just In
আবার দুর্দান্ত সেল নিয়ে এল অ্যামাজন: স্মার্টফোন, ল্যাপটপে অবিশ্বাস্য ছাড়
পুরোদমে গোটা দেশে গ্রীষ্মকাল শুরু হয়ে গিয়েছে। রোজই পারদ চড়ছে তরতর করে। গরমে নাকাল দেশবাসী। গরমের অস্বস্তির মধ্যেই সুখবর নিয়ে হাজির হল ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। আগামী সপ্তাহে অ্যামাজনে শুরু হচ্ছে সামার সেল। এই সেলে সস্তা হচ্ছে স্মার্টফোন, অ্যাকসেসারিজ, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক প্রোকাট। ৪ মে এই সেল শুরু হবে। ৭ মে পর্যন্ত চলবে সামার সেল। প্রাইম গ্রাহকরা ৩ মে দুপুর ১২ টা থেকে এই সেল উপভোগ করতে পারবেন।

অ্যামাজন সামার সেলে সস্তা হচ্ছে স্মার্টফোন সহ সব ধরনের কনিসুইমার ইলেকট্রনিক প্রোডাক্ট। এছাড়াও দাম কমবে ফ্যাশান, বড় অ্যাপলায়েন্স, ফিটনেস প্রোডাক্ট। বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা এই সেলে অসংখ্য জনপ্রিয় প্রোডাক্টে নো-কস্ট ইএমআই এর সুবিধা পাবেন। এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
এই সেলে স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে অ্যামাজন। সাথে থাকবে নো কস্ট ইএমআই আর পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়। ওয়ানপ্লাস, অ্যাপেল, স্যামসাং, রিয়েলমে, ওপ্পো, শাওমি সহ সব জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে ছাড় পাওয়া যাবে।
অ্যামাজন জানিয়েছে OnePlus 6T, Realme U1, Xiaomi Redmi 6A, Samsung Galaxy M20, Huawei P30 Pro, Samsung Galaxy S10, iPhone X এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলিতে ছাড় পাওয়া যাবে।
স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হবে ক্যামেরা, স্পিকার, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকার এর মতো প্রোডাক্টগুলি। মার্কিন ই কমার্স কোম্পানিটি জানিয়েছে এই প্রোডাক্টগুলিতে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। এই সেলে ক্যামেরা ও স্পিকারে ৫০ শতাংশ পর্যন্ত, স্মার্ট ওয়াচ, হার্ড ড্রাইভ ও মেমোরি কার্ডে ৬০ শতাংশ পর্যন্ত, প্রিন্টারে ৪৫ শতাংশ পর্যন্ত আর স্মার্ট ওয়াচে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে অ্যামাজন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470