Just In
অ্যানড্রয়েড ফোনে হোয়্যাটসঅ্যাপে আর এই কাজ করা যাবে না
২০১৮ সাল থেকে নিয়মিত হোয়াটসঅ্যাপে নিয়মিত নতুন ফিচার যোগ হয়েছে। তবে থেমে থাকতে রাজি নয় জনপ্রিয় মেসেজিং সার্ভিস কোম্পানিটি। স্টেবেল ভার্সানে যে কোনও ফিচার পৌঁছানৈর আগেই বিটা ভার্সানে সেই ফিচার দেখা যায়। সম্প্রতি অ্যানড্রয়েডে ফোনের জন্য নতুন হোয়্যাটসঅ্যাপ বিটা আপডেট পৌঁছে গিয়েছে। নতুন আপডেটে যোগ হয়েছে নতুন হোয়্যাটসঅ্যাপ ডুডল ফিচার। এছাড়াও হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিন শট নিলে তা চ্যাটের অন্য দিকের মানুষটি যেনে যাবে। শিঘ্রই হোয়্যাটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়া ব্লক হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাকার ফিচার সামনে এলে এই ফিচার পৌঁছে যাবে।

তবে স্ক্রিন শট ব্লক করার ফিচার শুরু থেকে এনেবেল থাকবে না। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট লক এনেবেল করলেই স্ক্রিনশট ব্লক হবে। অর্থাৎ হোয়্যাটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট বসুর্খা এনেবেল করলে আর কোন চ্যাট উইন্ডো স্ক্রিনশট নিতে পারবেন না গ্রাহক। তবে যাঁর সাথে চ্যাট করছেন তার ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা ডিজেবেল থাকলে তিনি স্ক্রিনশট নিতে পারবেন।
এছাড়াও সুরক্ষিত ব্রাউজিং এর জন্ত অ্যাপ এর সাথেই যোগ হচ্ছে নতুন ব্রাউজার। এতদিন হোয়াটসঅ্যাপে চ্যাটে কোন লিঙ্ক ওপেন করলে তা ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে ওপেন হত। এর ফলে খুব সহজেই হ্যাকাররা ম্যালওয়্যার পাঠাতে পারতেন। এবার হোয়াটসঅ্যাপের মধ্যেই যোগ হয়েছে নতুন ব্রাউজার। হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া যে কোনও লিঙ্ক ইন বিল্ট ব্রাউজারে ওপেন হবে। এর ফলে ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পাবেন গ্রাহকরা।
নতুন ব্রাউজারে একাধিক সুরক্ষা ফিচার দিয়েছে ফেসবুকের এই মেসেজিং কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ ডিফল্ট ব্রাউজারে ব্রাউজিং এর সময় কোনও স্ক্রিন শট নেওয়া যাবে। তবে এই ফিচার কেন ব্যবহার হয়েছে তা জানা যায়নি। আপাতত হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এই জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ২.১৯.৭৪ ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার বেশি ভার্সানের সব অ্যানড্রয়েড ফোনে এই ভার্সান ব্যবহার করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470