Just In
Don't Miss
ভিডিও স্ট্রিমিং এ বাঁচবে ডেটা, অ্যানড্রয়েড টিভিতে আসছে নতুন প্রযুক্তি
ভারতে অ্যানড্রয়েড টিভি গ্রাহকদের জন্য দুর্দান্ত এক ফিচার নিয়ে আসছে গুগল। নতুন ফিচারে টিভিতে ভিডিও স্ট্রিম করার সময় তুলনামুলক কম ডেটা খরচ হবে। গুগল এর অ্যানড্রয়েড টিভি দলের প্রধান জোরিস ভান মেন্স জানিয়েছেন, ভারতে অ্যানড্রয়েড টিভির জনপ্রিয়তা হুহু করে বাড়ছে। তবে এর মধ্যে বেশিরভাগ গ্রাহকের বাড়িয়ে ব্রডব্যান্ড অথবা ওয়াইফাই কানেকশন নেই। মোবাইল ডেটা হট স্পটের মাধ্যমে শেয়ার করে অ্যানড্রয়েড টিভি থেকে ভিডিও স্ট্রিম করেন বেশিরভাগ গ্রাহক। সেই সব গ্রাহকের কথা মাথায় রেখে এবার অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমে ভিডিও স্ট্রিমিং এ ডেটা সেভার ফিচার যোগ হচ্ছে।
সম্প্রতি ডেটা সেভার ছাড়াও অ্যানড্রয়েড টিভির জন্য তিনটি নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। এক নজরে দেখে নিন সেই ফিচারগুলি।
ডেটা সেভার: ডেটা সেভার ফিচার অন থাকলে ভিডিও স্ট্রিমিং এর সময় কম ডেটা খরচ হবে। গুগল জানিয়েছে নতুন ফিচারের ফলে একই পরিমান ডেটা ব্যবহার করে তিন গুণ বেশি ভিডিও স্ট্রিম করা যাবে।
ডেটা অ্যালার্ট: এই ফিচারে অ্যানড্রয়েড টিভিতে ভিডিও স্ট্রিম করার সময় ডেটা ব্যবহারের সীমা কমে এলে সতর্ক করে দেওয়া হবে। ভিডিও চলার সময় স্ক্রিনের উপরে অ্যালার্ট দেখতে পাবেন গ্রাহক।
হটস্পট গাইড: বাড়িয়ে ওয়াই ফাই কানেকশন নেই? স্মার্টফোনের ডেটা ব্যবহার করে অ্যানড্রয়েড টিভি কানেক্ট করবেন কীভাবে? শিখিয়ে দেখে অ্যানড্রয়েড টিভির নতুন ফিচার।
কাস্ট: অ্যানড্রয়েড ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার কাস্টিং। এবার ফাইলস অ্যাপ থেকে মোবাইলে ডাউনলোড করা যে কোন ভিডিও কোন অতিরিক্ত ডেটা ব্যবহার না করে মোবাইল থেকে টিভিতে কাস্ট করা যাবে।
গুগল জানিয়েছে শিঘ্রই ভারতে অ্যানড্রয়েড টিভি গ্রাহকদের কাছে এই ফিচারগুলি পৌঁছে যাবে। ভারতে টিসিএল, শাওমি ও মার্কিউ টিভিতে সবার আগে নতুন ফিচার পৌঁছাবে। এছাড়াও চলতি সপ্তাহে একাধিক নতুন অ্যানড্রয়েড টিভি লঞ্চ করেছে মোটোরোলা। মোটোরোলার প্রত্যেক টিভিতেই থাকছে আলাদা সাউন্ড বার। ছয়টি নতুন মোটোরোলা টিভিয়ে অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম চলবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190