Just In
প্যান কার্ডের আবেদন করছেন? এই ভুলগুলি করবেন না
ট্যাক্স দেওয়ার জন্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর থাকা বাধ্যতামুলক। ভারত সরকারের আয়কর দপ্তর থেকে একটি ১০ ডিজিটের নম্বর দেওয়া হয় নাগরিকদের। এই নম্বরেই আয়কর দেওয়ার ব্যবস্থা থাকে।

আর্থিক লেনদেন করার জন্য প্যান নম্বর থাকা বাধ্যতামুলক। বেশিরভাগ জায়গাতেই আজকাল প্যান নম্বর ছাড়া আর্থিক লেনদেন করা যায় না।
অনলাইনে ও অফলাইনে নতুন প্যান এর আবেদন করা যায়। অফলাইনে প্যান এর আবেদন করার সময় খুব সাধারন কিছু ভুল করি আমরা। এই ভুলগুলি ভুলেও করবেন না।
অফলাইনে আবেদন করার সময় ছবির উপরে পিন অথবা স্টেপেল করবেন না। ছবি আটকানোর নির্দিষ্ট বাক্সে আঁঠা দিয়ে ছবি আটকান।
আবেদনপত্র ভর্তি করার সময় কোন ভুল করলে হোয়াইটনার ব্যবহার করবেন না। কোন রকম ওভাররাইট করবেন না। ভুল হলে নতুন আবেদন পত্র নিয়ে আবার ভর্তি করুন।
নির্দিষ্ট বাক্সের মধ্যে সই করুন। বাক্সের বাইরে যেন কোন ভাবেই সই চলে না যায়। ছবির উপরে সই করবেন না।
নাম ও পদবীর আশেপাশে অন্য কিছু লিখবেন না। ইতিমধ্যেই আপনার কাছে প্যান থাকলে নতুন প্যান আবেদন করবেন না। একসাথে একাধিক প্যান রাখা বেআইনি। তবে পুরনো প্যান আপডেট করার আবেদন করতে পারবেন।
সঠিক ঠিকানায় আবেদন পত্র মেল করুন। আবেদন পত্র নীচের ঠিকানায় পাঠান:
- ইনকাম ট্যাক্স প্যান সার্ভিস ইউনিট (এন এস ডি এল ই-গভার্নেন্স ইনফাস্ট্রাকচার লিমিটেড)
- পঞ্চম তল
- মন্ত্রী স্টার্লিং
- প্লট নং ৩৪১
- সার্ভে নম্বর ৯৯৭/৮
- মডেল কলনি
- দিপ বাংলো চক এর কাছে
- পুনে ৪১১০১৬
আবেদন পত্রে সঠিক ইমেল ও ফোন নম্বর দিতে ভুলবেন না। মাথায় রাখবেন প্যান ও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামুলক।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470