Just In
জিও বনাম এয়ারটেল বনাম ভি: ২০০ টাকার কমে সেরা প্রিপেড প্ল্যানগুলি দেখে নিন
ভারতের বৃহত্তম তিনটি টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল ও ভি। দেশের মোট মোবাইল গ্রাহকের ৯০ শতাংশ এই তিনটি নেটওয়ার্ক ব্যবহার করেন। সব ধরনের দামে এই তিন কোম্পানির প্ল্যান থাকলেও কম দামের প্ল্যানে বেশি গুরুত্ব দেয় কোম্পানিগুলি। তাই ২০০ টাকার নীচে জিও, এয়ারটেল ও ভি-র একাধিক প্ল্যান রয়েছে। এক নজরে এই দামের সেরা প্ল্যানগুলি দেখে নিন।

জিওর ২০০ টাকার কমে সেরা প্রিপেড প্ল্যান
১৪৯ টাকা প্রিপেড প্ল্যানে জিও গ্রাহকরা প্রতিদিন ১জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। দৈনিক ডেটার সীমা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন।
এছাড়াও ১৯৯ টাকা প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন ১.৫জিবি ডেটা। এই প্ল্যানের সঙ্গেও থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস যদিও ১৯৯ টাকা প্ল্যানে মিলবে ২৮ দিন ভ্যালিডিটি।
এয়ারটেলের ২০০ টাকার কমে প্রিপেড প্ল্যান
১৪৯ টাকা প্ল্যানে মোট ২জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও মোট ৩০০ এসএমএস। এই প্ল্যানে সঙ্গে মিলবে আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন সাবস্ক্রিপশন। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
১৭৯ টাকা প্ল্যানে ১৪৯ টাকা প্ল্যানের সব সুবিধার সঙ্গেই মিলবে ২ লক্ষ টাকার ভারতি আক্সা লাইফ ইনস্যুরেন্স। এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।
এছাড়াও ১৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ১জিবি ডেটা মিলবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও ১৪৯ টাকা প্ল্যানের সব সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন।
ভির ২০০ টাকার কমে প্রিপেড প্ল্যান
১৪৮ টাকা প্রিপেড প্ল্যানে ১৮ দিন ভ্যালিডিটি দিচ্ছে ভি। থাকছে প্রতিদিন ১জিবি ডেটা আর আনলিমিটেড কল।
এছাড়াও ১৪৯ টাকা রিচার্জে মোট ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কল, ৩০০ এসএমএস আর ২৮ দিন ভ্যালিডিটি।
১৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ১জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086