LCD স্ক্রিন থেকে নির্গত হওয়া নীল আলো ডেকে আনছে ব্রেস্ট ক্যান্সার

|

সম্প্রতি এক গবেষণার ফলে জানা গিয়েছে বেশি সময় ধরে LED স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ক্যান্সার হওয়ার সম্ভবনা বেড়ে যায়। LED স্ক্রিন থেকে নির্গত হওয়া নীল আলোর সাথে ক্যান্সারের খুব নিবিড় যোগ খুঁজে পেয়েছেন গবেষকরা। উইনিভার্সিটি অফ এক্সটেরিয়ার ইন ব্রিটেন আর বার্সেলোনা ইন্সটিটিউট অফ গ্লোবাল হেলথ -এর গবেষকরা এই বিষয়ে এক গবেষনা করেন। ঘরের বাইরে স্ট্রিট লাইট ও যে কোন আর্টিফিশিয়াল লাইটের সংখ্যা বেড়েছে মাদ্রিদ ও বার্সেলোনায়। ইন্টারন্যাশানাল স্পেস ষ্টেশান থেকে তোলা সাম্প্রতিক ছবিতে প্রামান মিলেছে এই তথ্যের।

LCD স্ক্রিন থেকে নির্গত হওয়া নীল আলো ডেকে আনছে ব্রেস্ট ক্যান্সার

১১ টি স্প্যানিশ এলাকার ২০ থেকে ৮৫ বছর বয়সী ৪০০০ মানুষের উপর এক গবেষণা চালানো হয়। যারা এই ব্লু লাইটে বেশি ব্যাবহার করেন তাদের ব্রেস্ট বা প্রস্টেট ক্যান্সার হওয়ার চান্স প্রায় দেড় থেকে দুই গুন বেড়ে যার। এছাড়াও মানুষের দেহে হর্মোন লেভেলের উপর প্রভাব ফেলে LED স্ক্রিন থেকে নির্গত হওয়া এই ব্লু লাইট বলে জানানো হয়েছে এই গবেষনায়।

এর ফলে প্রশ্ন উঠেছে রাতের শহরে সর্বত্র LED স্ক্রিন আদতে মানুষের বিপদ ডেকে আনছে কি না? গবেষকরা জানিয়েছেন যদিও তারা মোবাইলের স্ক্রিন নিয়ে কোন গবেষণা চালান নি। কিন্তু এই একই স্ক্রিন ব্যাবহার করা হয় মোবাইল ডিভাইস ও ল্যাপটপেও।

গবেশকরা আরও জানিয়েছেন এই বিষয়ে আরও তথ্য পেতে আরও বিশদে গবেষনা প্রয়োজন। এছাড়াও প্রয়োজন এই ব্লু লাইটের ফলে তরুন প্রজন্মের মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে তা জানা। আর্টিফিশিয়াল লোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশেষ করে নীল তরঙ্গের আলো মেলাটোনিন তৈরী ও সিক্রেশান কমিয়ে দেয়।

আর্টিফিশিয়াল আলোর ব্যাবহার বিশেষ করে গত দশকে ল্যাপটপ ও মোবাইল ডিভাইসের বহুল ব্যাবহারে ববাবরই প্রশ্ন তুলেছে মানুষের স্বাথ্য নিয়ে। বিশেষ করে এই আলো থেকে নির্গত নীল তরঙ্গদৈর্ঘ্য অনেক ভাবে বিপদ ডেকে আনে মানুষের স্বাস্থ্যে। এই বিষয়ে ইতিমধ্যেই অনেক গবেষণা হয়েছে বিশ্ব্যব্যাপী। আর নতুন এই এক গবেষনা ও তার ফল আবশ্যই প্রশ্ন তুলে দিল এই আলোর ব্যাবহার নিয়ে।

নতুন এক্সচেঞ্জ অফার এলো জিওফাই ডিভাইসেনতুন এক্সচেঞ্জ অফার এলো জিওফাই ডিভাইসে

Best Mobiles in India

Read more about:
English summary
the "blue light" emitted by LED lights seems to affect circadian rhythms and sleeping patterns, which then impacts hormone levels.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X