Just In
জুন মাস পর্যন্ত দিনে 2.2GB অতিরিক্ত ডেটা দিচ্ছে বিএসএনএল
সম্প্রতি গ্রাহকদের জন্য একের পর এক অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার কোম্পানির একটি ধামাকা প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সিদ্ধান্ত নিল কোম্পানিটি। এই প্ল্যানে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা নিজের ডাটার উপরে প্রতিদিন অতিরিক্ত 2.2GB ডাটা ব্যবহার করতে পারবেন।

গত বছরের শুরুতে এই অফার লঞ্চ হয়েছিল। কোম্পানি জানিয়েছিল ৩১ মার্চ পর্যন্ত এই অফার ব্যবহার করা যাবে। এই অফার গ্রাহকের মন জয় করার কারনে এবার আরও কয়েক মাস অতিরিক্ত ডাটার এই অফার বাজারে রাখার সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ব সংস্থাটি।
একাধিকবার বিএসএনএল বাম্পার অফারের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। তবে এই প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এখনও অন্য কোন কোম্পানি নতুন প্ল্যান নিয়ে আসেনি। বিএসএনএল জানিয়েছে জুন মাস পর্যন্ত প্রিপেড রিচার্জে দিনে 2.2GB অতিরিক্ত ডেটা পাবেন গ্রাহকরা।
তবে নির্বাচিত কিছু প্ল্যানে কাজ করবে বিএসএনএল এর বাম্পার ডাটা অফার। বিএসএনএল প্রিপেডে ১৮৬ টাকা, ৪২৯ টাকা, ৪৮৫ টাকা ৬৬৬ টাকা আর ৯৯৯ টাকা প্ল্যানে কাজ করবে এই অফার। এছাড়াও ১৮৭ টাকা, ৩৩৩ টাকা, ৩৪৯ টাকা, ৪৪৪ টাকা আর ৪৪৮ টাকা প্ল্যানের সাথেও কাজ করবে বিএসএনএল অতিরিক্ত ডাটা অফার।
এছাড়াও দুটি লম্বা ভ্যালিডিটির প্ল্যানকেও এই অফারে যুক্ত করা হয়েছে। ১৬৯৯ টাকা আর ২০৯৯ টাকা প্ল্যানের সাথেও এই প্ল্যান কাজ করবে। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। ১৬৯৯ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটা আর ২০৯৯ টাকা প্ল্যানে দিনে 4GB ডাটা পাওয়া যাবে। তবে দিনে 2.2 GB অতিরিক্ত ডাটা যোগ হয়ে ১৬৯৯ টাকা প্ল্যানে দিনে 4.21GB আর ২০৯৯ টাকা প্ল্যানে দিনে 6.21GB ডাটা পাবেন গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470