Just In
ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহারের সময়সীমা বাড়িয়ে দিল বিএসএনএল
৪৯৯ টাকা ভারত ব্রডব্যান্ড ব্যবহারের সময়সীমা ২৯ জুন পর্যন্ত বাড়িয়ে দিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। চলতি বছর ফেব্রুয়ারিতে এই প্ল্যান নিয়ে এসেছিল বিএসএনএল। এই প্ল্যানে ২০এমবিপিএস স্পিডে ১০০জিবি ডেটা ব্যবহার করা যায়। লঞ্চের সময় কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল ৩১ মার্চের আগে এই প্ল্যান রিচার্জ করতে হবে।

সম্প্রতি এক বিবৃতিতে বিএসএনএল জানিয়েছে এই সময়সীমা বাড়িয়ে ২৯ জুন করা হয়েছে। কোম্পানির অন্যান্য ভারত ফাইবারের প্ল্যানের মতোই ৪৯৯ টাকা প্ল্যানের সঙ্গেও আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে ২০এমবিপিএস স্পিডে ১০০জিবি ডেটা ব্যবহার করা যাবে। হাই স্পিড ডেটা শেষ হলে স্পিড কমে ২এমবিপিএস হবে।
বিএসএনএল ৪৯৯ টাকা ভারত ফাইবার প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?
কোম্পানির একাধিক প্রোমোশনাল প্ল্যানের মধ্যেই অন্যতম ৪৯৯ টাকা ভারত ফাইবার প্ল্যান। এই প্ল্যানে ২০এমবিপিএস স্পিডে ১০০জিবি ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। ১০০জিবি ডেটা শেষ হলে ২এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। একই সঙ্গে এই প্ল্যানের গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।
আন্দামান নিকোবর ছাড়া সব সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। ২৯ জুনের আগে রিচার্জ করলে ৪৯৯ টাকা ভারত ফাইবার প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে আমাজন প্রাইম সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। যদিও ৩৯৯ টাকার বেশি দামের সব প্ল্যানের সঙ্গেই ৯৯৯ টাকা দামের আমাজন প্রাইম সাবস্ক্রিপশন বিনামূল্যে দেয় বিএসএনএল।
অন্যান্য প্ল্যান
এই মুহূর্তে ভারত ফাইবার কানেকশনে মোট আটটি প্ল্যান রয়েছে। ৪৯৯ টাকা, ৭৭৭ টাকা, ৮৪৯ টাকা, ১,২৭৭ টাকা, ২,৪৯৯ টাকা, ৪,৪৯৯ টাকা, ৫,৯৯৯ টাকা, ৯,৯৯৯ টাকা প্ল্যানে বিএসএনএল ভারত ফাইবার কানেকশন ব্যবহার করা যাবে। এটা কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470