Just In
প্রিপেড গ্রাহকদের জন্য লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এল বিএসএনএল
প্রিপেড দুনিয়ায় এয়ারটেল জিওর সঙ্গে প্রতিযোগিতায় ফের নতুন প্ল্যান নিয়ে হাজির হল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি ১,৪৯৮ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। এই প্ল্যানে প্রতিদিন ২জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে মোবাইল ডেটা ছাড়া আর কোন সুবিধা থাকছে না। তাই কলিং ও এসএমএস করা যাবে না।

এছাড়াও প্রমোশনাল অফারে ২,৩৯৯ টাকা রিচার্জে বিশেষ সুবিধার ঘোষণা করেছে টেলিকম কোম্পানিটি। বিএসএনএল প্রিপেড গ্রাহকরা ২,৩৯৯ টাকা রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ৯০ দিনের বৈধতা পাবেন। অনলাইন রিপোর্টে জানানো হয়েছে ১৮ নভেম্বর পর্যন্ত এই অফার বৈধ থাকবে।
বিএসএনএল এর নতুন প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে?
আগেই জানানো হয়েছে ১,৪৯৮ টাকা প্রিপেড রিচার্জে প্রতিদিন ২জিবি ডেটা পাওয়া যাবে। দিনের শেষে ডেটা ব্যবহারের সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।
এই রিচার্জে এক বছর ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ মিলবে ৩৬৫ দিনের বৈধতা।
২০২০ সালে প্রথম ১,৪৯৮ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল বিএসএনএল। সেই সময় এই প্ল্যানে ৯১ জিবি ডেটা পাওয়া যাচ্ছিল। প্ল্যানের ভ্যালিডিটি ছিল ৩৬৫ দিন। যদিও পরে একাধিক সার্কেল থেকে এই প্ল্যান তুলে নেয় রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।
তবে এই মুহূর্তে দেশের সব সার্কেলের গ্রাহকরা ১,৪৯৮ টাকা প্ল্যান রিচার্জ করতে পারবেন।
চলতি মাসেই ১,৪৯৮ টাকা প্ল্যান নিয়ে হাজির হয়েছিল বিএসএনএল। তখন শুধুমাত্র চেন্নাই সার্কেলের গ্রাহকদের জন্য এই প্ল্যান নিয়ে হাজির হয়েছিল টেলিকম কোম্পানিটি। এবার দেশের সব গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট থেকে ১,৪৯৮ টাকা প্ল্যানের সব সুবিধা দেখে নেওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470