Just In
Don't Miss
১০০ টাকায় ৩৯৯ টাকা প্ল্যানের সুবিধা দিচ্ছে বিএসএনএল
জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো বেসরকারি কোম্পানিগুলির থেকে রোজই কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। হাত গুটিয়ে বসে নেই রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার নতুন গ্রাহকদের ৩৯৯ টাকার প্ল্যানের সুবিধা মাত্র ১০০ টাকায় দেবে বিএসএনএল। ইন্ডিয়ান অয়েলের যে সব গ্রাহক বিএসএনএল ব্যবহার করেন না তারা এই অফারের সুবিধা পাবেন। গ্যাস কেনার সময় পাওয়া কুপনের মাধ্যমে এই অফার ব্যবহার করা যাবে। এই অফারে মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে ৩৯৯ টাকা প্ল্যানের সুবিধা।
মোবাইল নম্বর পোর্টেবিলিটির (MNP) এর মাধ্যমে বিএসএনএল নেটওয়ার্কে যোগ দিলে তবেই এই বিএসএনএল মেগা অফারের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্থান পেট্রলিয়াম গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। রান্নার গ্যাসের বিলের সাথে পাওয়া কুপন ব্যবহার করে এই অফারের সুবিধা নেওয়া যাবে। আপাতত উত্তর প্রদেশ, উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, হরিয়াণা, রাজস্থান, পাঞ্জাব আর জম্মু ও কাশ্মীরের বিএসএনএলগ্রাহকরা এই অফারের সিবুধা পাবেন।
এই অফারে যোগ্য সব গ্রাহক বিনামূল্যে একটি বিএসএনএল সিম কার্ড পাবেন। ১০০ টাকায় বিএসএনএল গ্রাহকরা দিনে 1GB ডাটা, আনলিমিটেড কলিং আর রোজ ১০০টি SMS এর সুবিধা পাবেন। ১০০ টাকার প্ল্যানের ভ্যলিডিটি ৭৪ দিন। প্রসঙ্গত কোম্পানির ৩৯৯ টাকার প্ল্যানে এই সুবিধা পাওয়া যায়। এর সাথেই থাকবে বিনামূল্যে নিজের মতো রিং ব্যাক টোন সেট করার সুবিধা। যতবার খুশি গান বদল করা যাবে। দিল্লি ও মুম্বার সার্কেল ছাড়া ন্যাশানাল রোমিং এও এই সব সুবিধা ব্যবহার করা যাবে।
নতুন এই অফারের ফলে এবার দিনে মাত্র ১.৩৫ টাকায় প্রতিদিন 1GB ডাটা আর আনলিমিটেড কল ব্যবহার করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190