Just In
Don't Miss
অ্যামাজন প্রাইম বিনামূল্যে ব্যবহার করতে চান? পড়ুন এই খবর
পোস্টপেড গ্রাহকের এক বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান বিনামূল্যে দেবে বিএসএনএল। কোম্পানির পোস্টপেড ও ল্যান্ড লাইন গ্রাহকদের এই সুবিধা বিনামূল্যে দেবে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।
পোস্টপেডে ৩৯৯ টাকা বা তার বেশি ও ল্যান্ড লাইনের ৭৪৫ টাকা বা তার বেশি প্ল্যানের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এক বছর পর্যন্ত অ্যামাজন প্রাইন সাবস্ক্রিপশান বিনামূল্যে পাবেন এই বিএসএনএল গ্রাহকরা। প্রসঙ্গত এক বছরের অ্যামাজন সাবস্ক্রিপশানে ৯৯৯ টাকা খরচ হয়। এছাড়াও মাসিক প্ল্যানে অ্যামাজন প্রাইমে খরচ হয় ১২৯ টাকা।
প্রাইম মেম্বারশিপে সব গ্রাহক অ্যামাজন থেকে বিনামূল্যে জলদি শিপিং, অ্যামাজন প্রাইম মিউজিক ও প্রাইম ভিডিও দেখতে পারবেন। ইতিমধ্যেই এয়ারটেল ও ভোডাফোন পোস্টপেড কানেকশানের সাথে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ বিনামুল্যে দিচ্ছে।
বিএসএনএল ওয়েবসাইট থেকে অ্যামাজন প্রাইম মেবারশিপ অ্যাক্টিভেট করতে পারবেন কোম্পানি গ্রাহকরা। ইতিমধ্যেই আপনি যদি অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান কিনে থাকেন তবে তা শেষ হয়ে গেলে এই সুধা পাবেন। মোবাইল নেটওয়ার্কের সাথেই ব্রডব্যান্ডেও জিও ও এয়ারটেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।
আগে ৪৯৯ টাকা বা তার বেশি দামের প্ল্যানের সাথে এই সুবিধা বিনামূল্যে পাওয়া যেত। এবার ৩৯৯ টাকা প্ল্যানের গ্রাহকরাও বিনামূল্যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ দেওয়া শুরু করল গুরুগ্রামের কোম্পানিটি। ৩৯৯ টাকা প্ল্যানে মাসে 40GB ডাটা ব্যবহার করা যাবে। কোন মাসে এই ডাটা পুরো ব্যবহার না হলে পরের মাসে অ্যাকাউন্টে অতিরিক্ত ডাটা যোগ হয়ে যাবে। এইভাবে ৩৯৯ টাকার প্ল্যানের গ্রাহকরা নিজের অ্যাকাউন্টে 200GB পর্যন্ত ডাটা জমিয়ে রাখতে পারবেন। এর সাথেই থাকবে বিনামূল্যে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ ১০০ টি লোকাল ও ন্যাশানাল SMS এর সুবিধা পাওয়া যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190