Just In
Wifi ব্যবহার করেই ফোন করা যাবে BSNL থেকে
শিঘ্রই ভয়েস ওভার ওয়াই ফাই প্ল্যান নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। নতুন এই ফিচারে Wifi নেটওয়ার্কে কানেক্টেড থেকে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা।

শুরুতে নির্বাচিত কিছু শহরে গুরুত্বপূর্ণ রাস্তায় এই পরইষেবা শুরু করবে বিএসএনএল। বিএসএনএল ছাড়াও ইতিমধ্যেই এই পরিষেবা পরীক্ষামুলক ভাবে শুরু করেছে জিও। একাধিক মিডিয়া রিপোর্টে জিওর VoWiFi পরিষেবা পরীক্ষামুলকভাবে শুরুর খবর পাওয়া গিয়েছে।
২০২২ সালের আগে সারা দেশে ১ কোটি ওয়াইফাই হটস্পট বসাবে রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি। এই ওয়াইফাই এর মাধ্যমে সারা দেশের আড়াল লক্ষ গ্রাম পচায়েতে ওয়াইফাই পৌঁছে যাবে। সরকারী উদ্যোগে এই ওয়াইফাই বসাচ্ছে বিএসএনএল।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক কম্বো প্যাকে বিএসএনএল গ্রাহকরা অতিরিন্ত টকটাইম আর 4 GB পর্যন্ত বেশি ডাটা পাবেন। ২৫২ টাকা, ৪০২ টাকা, ১৭৫ টাকা আর ২১৯ টাকা প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
২৫২ টাকা রিচার্জে পাওয়া যায় ২০০ টাকা টকটাইম। সাথে থাকে 1 GB ডাটা। ২৫২ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। অফারে ২৫২ টাকায় ৩৫০ টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে 2 GB ডাটা তবে এই প্ল্যানে একই ভ্যালিডিটি থাকছে। ৪০২ টাকা প্ল্যানে থাকছে ৬০০ টাকা টকটাইম আর 4GB ডাটা।
১৭৫ টাকায় ২০০ টাকা দিচ্ছে বিএসএনএল। সাথে থাকছে 500 MB ডাটা। ২১৯ টাকায় দিচ্ছে ২৫০ টাকা টকটাইম আর 500 MB ডাটা। এই দুটি প্ল্যানেই থাকছে ৬০ দিন ভ্যালিডিটি। যাঁরা কম ডাটা ব্যবহার করেন তাঁদের জন্য আদর্শ এই দুটি প্ল্যান।
তবে এখনই সারা দেশের বিএসএনএল গ্রাহকরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন না। আপাতত এই অফার শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের বিএসএনএল প্রিপেড নম্বরে কাজ করবে। পরে এই অফার দেশের অন্যান্য সার্কেলে নিয়ে আসা হবে কী না সেই বষয়ে কোন তথ্য জানায়নি রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470