Just In
- 41 min ago
লঞ্চ হল ভিভো ভি১৭, দাম ও ফিচারগুলি দেখে নিন
- 4 hrs ago
একাধিক ওয়ানপ্লাস ফোনে শুরু হল দুর্দান্ত অফার
- 8 hrs ago
পকেটে রাখুন এমআধার অ্যাপ, আধার কার্ড থাকুক বাড়িতে
- 1 day ago
গুগল ফটোসে যুক্ত হচ্ছে নতুন এই ফিচার
Don't Miss
একাধিক প্রিপেড প্ল্যান নতুন করে সাজালো বিএসএনএল
বেসরকারী কোম্পানিগুলির সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন প্ল্যান লঞ্চ করছে রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানি বিএসএনএল। গত সপ্তাহে একাধিক প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানিটি। এবার আরও একটি আকর্ষনীয় প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল।
সম্প্রতি ২৯ টাকা ও ৯ টাকার দুটি প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে অগাস্ট মাসে স্বাধীনতা দিবসের সময় এই প্ল্যানগুলি সামনে এসেছিল। দুটি প্ল্যানের আনলিমিটেড কলিং এর সাথে ডাটা ও SMS এর সুবিধা পাওয়া যাবে।
আগে ৯ টাকার প্ল্যানে 2GB ডাটা যাচ্ছিল। এছাড়াও থাকছে আনলিমিটেড কল ও ১০০ টি SMS। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি এক দিন। তবে এবার থেকে ৯ টাকার প্ল্যানে 100 MB ডাটা পাওয়া যাবে।
২৯ টাকার প্ল্যানে আগে 14GB ডাটা পাওয়া যাচ্ছিল, যা কমে হল 2GB। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি সাত দিন। এর সাথেই ২৯ টাকার প্ল্যানের সাথে পাওয়া যাবে আনলিমিটেড কল ও ৩০০ টি SMS।
সম্প্রতি ৬৬৬ টাকার প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল। ৬৬৬ টাকার প্ল্যানে গ্রাহক প্রতিদিন 3.7 GB ডাটা ব্যবহার করতে পারবেন। এমনিতে এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও দিনে ১০০ টি SMS এর সুবিধা পান গ্রাহক। ৬৬৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১২৯ দিন। নতুন এই অফারে প্রতিদিন 3.7 GB ব্যবহার করে গ্রাহক ১২৯ দিনে মোট 477 GB ডাটা ব্যবহার করতে পারবেন।
এছাড়াও বিএসএনএল পোস্টপেডে এসেছে নতুন প্ল্যান। বিএসএনএল এর নতুন এই পোস্টপেড প্ল্যানে মাসে ২৯৯ টাকা খর হবে। নতুন ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহক মাসে 31GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 80 kbps হয়ে যাবে।
31GB ডাটার সাথেই ২৯৯ টাকার প্ল্যানে বিএসএনএল পোস্টপেড গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলের সুবিধা। আর রোজ ১০০ টি SMS। তবে এয়ারটেল বা ভোডাফোনের মতো বিএসএনএল এর পোস্টপেড প্ল্যানে ডাটা রোল ওভারের সুবিধা নেই।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090