Just In
৫৯৯ টাকা প্রিপেড রিচার্জে জিওর দ্বিগুণ ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল
টেলিকম সেক্টারে প্রতিযোগিতার সাথে টিকে থাকতে নিয়মিত একের পর এক নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি। বিএসএনএল এর ব্যতিক্রম নয়। সম্প্রতি পুরনো গ্রাহক ধরে রাখতে ও নতুন গ্রাহক টানতে একের পর এক নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রাওাত্ব কোম্পানিটি। এবার প্রিপেডে নতুন ৫৯৯ টাকা প্ল্যান নিয়ে হাজির হল কোম্পানিটি।

৫৯৯ টাকা প্ল্যানে ১৮০ দিন ভ্যালিডিটি পাবেন বিএসএনএল প্রিপেড গ্রাহকরা। এর সাথে থাকছে আনলিমিটেড লোকাল কল ও ন্যাশানাল রোমিং কল করার সুবিধা। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে না। আনলিমিটেড কল ছাড়া এই প্ল্যানে অন্য কোন সুবিধা পাওয়া যাবে না।
জিও ৪৯৮ টাকা প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে বিএসএনএল ৫৯৯ টাকা প্ল্যান। ৪৯৮ টাকায় আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সাথেই গ্রাহক দিনে ১০০ টা এসএমএস আর দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারেন। ৪৯৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৯১ দিন।
সম্প্রতি ৯৯৯ টাকা ও ২০৯৯ টাকা প্ল্যান বন্ধ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এছাড়াও ৬৬৬ টাকা প্ল্যানের ভ্যালিডিটি বাড়ালো রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। শুরুতে এই প্ল্যানে ১২৯ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। ফেব্রুয়ারি মাসে ৬৬৬ টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে ১২২ দিন করা হয়েছিল। সম্প্রতি এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে ১৩৪ দিন করা হয়েছে।
দিল্লি ও মুম্বাই ছাড়া সব সার্কেলের গ্রাহকরা ৬৬৬ টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ১৩৪ দিন ভ্যালিডিটির সাথেই থাকছে দিনে 3.5GB ডেটা ব্যবহারের সুবিধা। এই ডেটা শেষ হলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে। আর থাকছে দিনে ১০০ টি এসএমএস। জিও ৭৯৯ টাকা প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে বিএসএনএল এর ৬৬৬ টাকার প্ল্যান। তবে ৬৬৬ টাকা প্ল্যানের ভ্যালিডিটি বাড়ালের ৯৯৯ টাকা আর ২,০৯৯ টাকা প্রিপেড প্ল্যান বন্ধ করে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470