Just In
বিজ্ঞাপন দেখলে পুরস্কার পাওয়া যাচ্ছে, নতুন অ্যাপ নিয়ে এল বিএসএনএল
হোয়াটসঅ্যাপ এর মতো অ্যাপ লঞ্চ করল বিএসএনএল। অ্যানড্রয়েড ফোনে মাই বিএসএনএল অ্যাপ ঢেলে সাজানো হয়েছে। এই অ্যাপ থেকে বিল পেমেন্ট সহ একাধিক কাজ করা যাবে। এই অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপের মতোই অন্য বিএসএনএল গ্রাহকদের সাথে বিনামূল্যে চ্যাট করা যাবে। নতুন অ্যাপ সম্পর্কে অজানা তথ্যগুলি দেখে নিন।

১। শুধুমাত্র বিএসএনএল গ্রাহক নয়, যে কোন গ্রাহক নতুন আই অ্যাপ ব্যবহার ক[রতে পারবেন। তবে বিএসএনএল ছাড়া অন্য গ্রাহকরা এই অ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন না।
২। বিভিন্ন বিজ্ঞাপন দেখার জন্য পিউরস্কার দেবে এই অ্যাপ।
৩। এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ড শপিং এর রিডিম করা যাবে।
৪। গ্রাহক যে ধরনের জিনিসে আগ্রহী সেই ধরনের বিজ্ঞাপন দেখানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
৫। যে কোন সময় রিওয়ার্ড প্রোগ্রাম থেকে বারিয়ে আসতে পারবেন গ্রাহক। এছাড়াও গ্রাহক সর্বোচ্চ কত সময় বিজ্ঞাপন দেখতে পারবেন বা মোট কত বিজ্ঞাপন দেখতে পারবেন তার কোন উর্ধ সীমা নেই।
৬। বিভিন্ন বিল পেমেন্টে এই অ্যাপ ব্যবহার করা যাবে।
৭। বিএসএনএল গ্রাহকরা অন্যান্য বিএসএনএল গ্রাহকদের সাথে এই অ্যাপ ব্যবহার করে চ্যাট করতে পারবেন।
৮। আগে এই অ্যাপ ব্যবহার করে যত ট্রানজাকশান করা হয়েছে সব ট্রানজাকশানের ইতিহাস দেখা যাবে মাই বিএসএনএল অ্যাপ থেকে।
৯। নিজের প্ল্যানের বিস্তারিত বিবরন এই অ্যাপ থেকে দেখা যাবে।
১০। বিদেশ যাত্রার সময় Wi-Fi ব্যবহার করতে কাজে লাগবে মাই বিএসএনএল অ্যাপ।
১১। এছাড়াও বিভিন্ন বিশেষ নম্বর কেনা যাবে এই অ্যাপ থেকে।
নতুন এই অ্যাপ এর সব সুবিধা শুধুমাত্র বিএসএনএল গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। তবে বিএসএনএল ছাড়া অন্য নেটওয়ারর গ্রাহকরাও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470