Just In
অ্যানড্রয়েড ফোনে কল হিস্ট্রি ডিলিট করবেন কীভাবে?
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্মলগ্ন থেকেই রয়েছে কল হিস্ট্রি। অ্যানড্রয়েড ডিভাইসে ফোন অ্যাপ ওপেন করে কল হিস্ত্রি দেখে নেওয়া যায়। কল হিস্ট্রি থেকে সহজেই সেই ফোনের সব ইনকামিং ও আউটগোইং কলের দিন ও সময় দেখে নেওয়া সম্ভব। যদিও বিভিন্ন কারণে অনেকেই নিজের ফোনে সব কল হিস্ট্রি রেখে দিতে চান না। ব্যক্তিগত অথবা অফিসের কারণে অনেকেই ফোন থেকে কল হিস্ট্রি ডিলিট করে দিতে চান। এর ফলে আপনি ফোনে কাজ কাজ সঙ্গে কথা বলেছে তা তৃতীয় ব্যক্তি জানতে পারবেন না। এক নজরে দেখে নিন যে কোন অ্যানড্রয়েড ফোন অথবা ট্যাবলেট থেকে কল হিস্ট্রি ডিলিট করার উপায়।

অ্যানড্রয়েড ফোনে কল হিস্ট্রি ডিলিট করবেন কীভাবে?
অ্যানড্রয়েড ডিভাইসে ফোন অ্যাপ ওপেন করুন। ফোন অ্যাপের মধ্যে দেখতে পাবেন কল হিস্ট্রির তালিকা।
এবার বাঁ দিকে নীচে রিসেন্টস ট্যাব সিলেক্ট করুন।
এবার আপনি যদি নির্দিষ্ট কোন একটি কলকে এই তালিকা থেকে ডিলিট করতে চান তবে সেই কলের পাশে ডান দিকে 'আই’ বাটন সিলেক্ট করুন।
এবার ওপেন হওয়া পেজে ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।
"ডিলিট কল ফ্রম দিস নম্বর” সিলেক্ট করে নিন।
একটি কলের পরিবর্তে চাইলে একসঙ্গে কল লগের সব এন্ট্রি ডিলিট করতে পারবেন।
আবার ফোন অ্যাপের রিসেন্ট পেজে ফিরে আসুন।
এখানে ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে "ডিলিট অল লগ” সিলেক্ট করুন।
ফোনের ফ্যাকট্রি ডেটা রিসেট করেও সব কল লগ ডিলিট করা যাবে। যদিও সেই ক্ষেত্রে ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। তাই ফ্যাকট্রি ডেটা রিসেট করার আগে সব প্রয়োজনীয় ডেটা ডিলিট করতে ভুলবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470