Just In
এক সপ্তাহে ১০ লক্ষ অ্যানড্রয়েড গ্রাহক ডাউনলোড করেছেন ক্লাবহাউজ
শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমেই চলে ক্লাবহাউস সোশ্যাল অডিও চ্যাট প্ল্যাটফর্ম। এতদিন শুধুমাত্র আইফোন গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতেন। ২১ মে অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য এই অ্যাপ সামনে আসে। আর লঞ্চের এক সপ্তাহের মধ্যে ১০ লক্ষ অ্যানড্রয়েড গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছেন।

গতকাল টাউনহল ইভেন্টে এই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। ক্লাবহাউজের সহ প্রতিষ্ঠাতা পল ডেভিডসন জানিয়েছে, “আমরা খুব দ্রুত আইফোনের সব ফিচার অ্যানড্রয়েড ডিভাইসের জন্য নিয়ে আসার জন্য কাজ করছি।”
এছাড়াও শীঘ্রই অ্যানড্রয়েড গ্রাহকদের জন্যেও পেমেন্ট ফিচার নিয়ে আসবে ক্লাবহাউজ। এছাড়াও অ্যানড্রয়েড ডিভাইসে বিভিন্ন সমস্যা ঠিক করার কাজ করছে ক্লাবহাউজ। একাধিক ব্যবহারকারী অভিযোগ করেছেন সঠিক ইনভাইটের মাধ্যমে সাইন আপ করতে গেলেও ভেরিফিকেশন সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন সঠিক ফোন নম্বর দিলেও কোন ভেরিফিকেশন কোড পাওয়া যাচ্ছে না। সব গ্রাহককেই জানানো হয়েছে হয় সেই নম্বর ভুল অথবা নম্বর সাপোর্ট হচ্ছে না।
অ্যানড্রয়েডে লঞ্চের এক সপ্তাহের মধ্যেই ১০ লক্ষ ডাউনলোড এই অ্যাপকে অনেকটা আত্মবিশ্বাস যোগাবে। ইতিমধ্যে ট্যুইটারে স্পেসেস ইতিমধ্যেই ক্লাবহাউসের জনপ্রিয়তায় থাবা বসাতে শুরু করেছে। আর এই কারণেই এতদিন অ্যানড্রয়েড অ্যাপ লঞ্চের বিষয়ে নিশ্চিত ছিল না ক্লাবহাউজ। যদিও ভারতের অ্যানড্রয়েড গ্রাহকরা সেই সব অনিশ্চয়তাকে ভুল প্রমাণ করেছে। ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের ৯৫ শতাংশ অ্যানড্রয়েড ব্যবহার করেন। তাই ভারতে এতদিন এই অ্যাপ খুব কম মানুষের কাছে পৌঁছেছিল। তাই অ্যানড্রয়েড প্ল্যাটফর্মে নতুন ক্লাবহাউজ লঞ্চের পরেই বিপুল পরিমাণ ডাউনলোড হয়েছে। যদিও এই অ্যাপ ডাউনলোড করলেই ব্যবহার শুরু করা যাবে না। প্রয়োজন একটি ইনভাইটেশন কোড।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470