Just In
জিও বনাম ভি: ১২৯ টাকা প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে?
যে সব গ্রাহক একসঙ্গে অনেকটা খরচ করতে চান না সেই সব গ্রাহকদের জন্যই সব কোম্পানির কম দামের প্রিপেড প্ল্যান বাজারে রয়েছে। জিও ও ভি এই গ্রাহকদের কথা মাথায় রেখেই বাজারে এসেছে ১২৯টাকা প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে হাই স্পিড ডেটা, আনলিমিটেড কল ছাড়া আর কী সুবিধা মিলবে এই প্ল্যানে? একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে? দেখে নিন।

জিও ১২৯ টাকা প্ল্যান বনাম ভি ১২৯ টাকা প্ল্যান
১২৯ টাকা প্রিপেড প্ল্যানে জিও গ্রাহকরা ২জিবি হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ২জিবি ডেটা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে সব নেটওয়ার্কে আনলিমিটেড লোকান ও ন্যাশনাল ভয়েস কল করা যাবে। রোমিংয়ে থাকার সময়ও ভয়েস কল করতে অতিরিক্ত খরচ হবে না। সঙ্গে থাকছে মোট ৩০০ এসএমএস। ১২৯ টাকার জিও প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এছাড়াও এই প্ল্যানের গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা সহ সব জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।
অন্যদিকে ১২৯ টাকা প্রিপেড প্ল্যানেও মোট ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের গ্রাহকরাও সব নেটওয়ার্কে আনলিমিটেড লোকান ও ন্যাশনাল ভয়েস কল করতে পারবেন। রোমিংয়ে থাকার সময়ও ভয়েস কল করতে অতিরিক্ত খরচ হবে না। সঙ্গে থাকছে মোট ৩০০ এসএমএস। যদিও জিও প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া গেলেও একই দামে ৪ দিন কম ভ্যালিডিটি দিচ্ছে ভি। ভি গ্রাহকরা ১২৯ টাকা রিচার্জে ২৪ দিনের বৈধতা পাবেন। ২জিবি ডেটা ব্যবহারের সীমা শেষ হলে প্রতি এমবি ডেটা ব্যবহারের ০.৫০ টাকা খরচ হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470