Just In
৩১ মার্চ শেষ দিন, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন কীভাবে?
৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে। লিঙ্ক তা করালে ১ এপ্রিল থেকে আপনার প্যান কার্ড অবৈধ হবে। এছাড়াও আয়কর আইনের ২৭২বি ধারায় ১০,০০০ টাকা জরিমানাও হতে পারে। এই জন্য একাধিকবার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। আবার সময়সীমা না বাড়ালে চলতি মাসের শেষের মধ্যে এই কাজ করে ফেলতে হবে।

আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করবেন কীভাবে?
ইনকাম ট্যাক্স দফতরের ওয়েবসাইট থেকে
স্টেপ ১। আয়কর দফতরের পোর্টাল http://incometaxindiaefiling.gov.in/ ওপেন করুন।
স্টেপ ২। বাঁ দিকে লিঙ্ক আধার সেকশন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এখানে প্যান ও আধার নম্বর দিয়ে ক্যাপচা দিয়ে দিন।
স্টেপ ৪। এখানে 'লিঙ্ক আধার’ অপশন সিলেক্ট করুন। আপনার তথ্য যাচাই করার পরে আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক হয়ে যাবে।
এসএমএসের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক
ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকলে এসএমএসের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করা যাবে। ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে UIDPAN লিখে এসএমএস পাঠাতে হবে। দেখে নিন এসএমএসে ঠিক কী লিখবেন? UIDPAN (১২ ডিজিট আধার নম্বর) স্পেস দিয়ে (১০ ডিজিট প্যান নম্বর) টাইপ করে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে সেন্ড করুন।
ম্যানুয়ালি আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক
এছাড়াও সার্ভিস সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করা যাবে। এই জন্য অ্যানেক্সচার ১ ফর্ম ভর্তি করতে হবে। এই জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হবে। কিন্তু অনলাইনে এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470