Just In
- 12 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
সুরক্ষার জন্য শিঘ্রই গুগল ম্যাপ আপডেট বন্ধ হতে পারে ভারতে
গুগল ম্যাপসের কারনে সুরক্ষায় আপোষ করছে দেশ। তাই ভারতে গুগল ম্যাপসকে ভারতে ম্যাপ আপডেট বন্ধ করা নিয়ে কেন্দ্রকে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। সম্প্রতি কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে আদালত।
দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল আর বিচারপতি সি হরি শঙ্করের বেঞ্চ কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে। আইনজীবী কিসালায়া শুকলার আবেদন শোনার সময় এই নির্দেশ দিয়েছে আদালত। তিনি বলেন সাধারন মানুষ খুব সহজেই গুগল ম্যাপসের মাধ্যমে সেনা অধিকৃত এলাকা দেখে নিতে পারেন। তাই সেখানে সাধারন মানুষের প্রবেশের অধিকার ছিনিয়ে নেওয়া অযৌক্তিক।
শুক্লা জানিয়েছেন কোন বিদেশী কোম্পানি নয় শুধুমাত্র ভারত সরকারের দেশের ম্যাপ তৈরী করার অধিকার রয়েছে। এছাড়াও আদালতের কাছে ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম জলদি সাধারন মানুষকে ব্যবহার করতে দেওয়ার আবেদন করা হয়েছে।
এর পরেই গুগল ম্যাপসকে ভারতের ম্যাপ তৈরী করতে দেওয়া কতটা নিরাপদ সেই বিষয়ে কেন্দ্রকে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে আদালত। প্রযোজনে গুগল ম্যাপসকে এই বিষয়ে নোটিশ পাঠানো হতে পারে।
পিটিআই এর প্রতিবেদনে জানানো হয়েছে শুক্লা আদালতকে বলেছেন, ২০০৮ সালের মুম্বাইয়ে হামলার আগে সন্ত্রাসবাদীরা গুগল থেকে শহরের ম্যাপ দেখে হামলার ছক কষেছিল।
সম্প্রতি গ্রাহকদের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় নেভিগেশন সার্ভিস গুগল ম্যাপস। সম্প্রতি বিভিন্ন রেস্টূরেন্টে কোন মেনু বেশি জনপ্রিয় তা দেখাতে শুএরু করেছিল ম্যাপস। এবার খাদ্যরসিকদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হল জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিস।
এছাড়াও ব্যবসায়ীদের জন্য গুগল ম্যাপসে একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এসেছিল গুগল। নতুন ফিচারে গুগল ম্যাপস স্টোর থেকে কোন গ্রাহক কেনাকাটা করলে ব্যবসায়ী অতিরিক্ত টাকা ইনসেনটিভ পাবেন। বছর পাঁচেক আগে মাই বিজনেস পরিষেবা শুরু হয়েছিল জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিসে। এর পরে বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি ব্যবসায়ী এই ফিচার ব্যবহার শুরু করেছেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190