Just In
অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের অবেদন করার উপায় জানুন
ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে এবার আর আরটিও অফিসে যেতে হবে না। এবার থেকে অনলাইনে বাড়ি বসেই এই কাজ করা যাবে। সম্প্রতি এই সুবিধা নিয়ে হাজির হয়েছে কেন্দ্র। এছাড়াও অনলাইনেই করা যাবে নতুন লাইসেন্সের আবেদন। ফর্মে ডিটেলস ভরার সময় বাঁচাতে ব্যবহার করতে পারেন ইকেওয়াইসি।
অনলাইনে কীভাবে নিজের লাইসেন্স রিনিউ করবেন? ধাপে ধাপে দেখে নিন। যদিও নতুন লাইসেন্সের আবেদন করার জন্য লার্নার টেস্ট পাস করতে হবে। এই প্রতিবেদনে দেখে নিন অনলাইনে লাইসেন্স রিনিউ করার উপায়।

কম্পিউটারে https://parivahan.gov.in/parivahan/ ওয়েবসাইট ওপেন করুন।
এখানে অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করে ড্রাইভিং সার্ভিস রিলেটেড সার্ভিস অপশন সিলেক্ট করুন।
পরের পেজে ড্রপ ডাউন মেনু থেকে নিজের রাজ্য বেছে নিন।
এবার অ্যাপ্লাই লার্নার লাইসেন্স অপশন সিলেক্ট করুন।
এখানে আপনাকে দুটি বিষয়ে নজর দিতে হবে। আপনি আধার কার্ডের মাধ্যমে ইকেওয়াইসি অপশন সিলেক্ট করলে আপনাকে আরটিও অফিসে যেতে হবে না। বাড়ি বসেই লার্নার লাইসেন্সের পরীক্ষা দিতে পারবেন। যদিও আধার ছাড়া কেওয়াইসি করলে আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে।
এখানে সাবমিট ভায়া আধার অথেনটিকেশন অপশন সিলেক্ট করুন। এর পরে নিজের আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি দিন। এবার আপনার ফোনে ওটিপি আসবে। এই ওটিপি-র মাধ্যমে লগ ইন করুন।
এর পরে ব্রাউজারে নতুন পেজ ওপেন হবে যেখানে সব তথ্য দেওয়া থাকবে।
এবার বাকি ফর্ম ফিল আপ করে ভেইকেল টাইপ সিলেক্ট করে সাবমিট করুন।
অনলাইন টেস্টের জন্য আপনি এসএমএসের মাধ্যমে লগ ইন ডিটেলস পেয়ে যাবেন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে এই এসএমএস আসবে। অফলাইন টেস্টের জন্য আপনাকে আরটিও অফিস যেতে হবে।
সব ঠিকঠাক হলে আপনার লার্নার লাইসেন্স পেয়ে যাবেন। চাইলে লার্নার লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন। লার্নার লাইসেন্স পাওয়া পরে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন জানাতে পারবেন। এই জন্য ফের একই ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স অপশন সিলেক্ট করুন। এবার ধাপে ধাপে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470