Just In
Don't Miss
পুজোর আগে কলকাতাবাসীর জন্য এই উপহার নিয়ে এল আইডিয়া ও এয়ারটেল
পুজোর বাকি আর কয়েকটা দিন। পুজোর ঠিক আগে কলকাতা সার্কেলের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ইয়ে হাজির আইডিয়া ও এয়ারটেল। আইডিয়া সম্প্রতি কলকাতা সার্কেলে 4G নেটওয়ার্ক লঞ্চ করেছে। তাই কোম্পানির কলকাতা সার্কেলের গ্রাহকদের জন্য পুজোর ঠিক আগে উপহারের ডালি সাজিয়ে হাজির হয়েছে কোম্পানিটি।
অন্যদিকে নিজেদের একটি প্ল্যানের ডাটা ও ভ্যালিডিটি বাড়ানোর ঘোষণা করেছে এয়ারটেল। এর ফলে ২৮৯ টাকায় এবার কলকাতা সার্কেলের গ্রাহকরা আরও বেশি ডাটা ও ভ্যালিডিটি পাবেন। ভোডাফোনের ২৭৯ টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এই প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল।
সম্প্রতি কলকাতা সার্কেলে আইডিয়া 4G পরিষেবা চালু হয়েছে। তাই কলকাতা সার্কেলের গ্রাহকদের বিনামূল্যে 4G সিম দিচ্ছে আইডিয়া। নিকটবর্তী আইডিয়া স্টর থেকে বিনামূল্যে 4Gসিম পাওয়া যাবে। এই 4G সিম 4G হ্যান্ডসেটে ভরলে সব আইডিয়া গ্রাহক বিনামূল্যে 10GB 4G ডাটা পাবেন। তবে এই ডাটা মাত্র ৭ দিনের জন্য ভ্যালিড থাকবে। এই অফারে অংশ নিতে হলে ২০ সেপ্টেম্বরের আগে 4G সিম নিয়ে তা 4G হ্যান্ডসেটে ভরতে হবে। 4G হ্যান্ডসেট থেকে *800*45# ডায়াল করলে সেই নম্বরে 10GB ডাটা যোগ হয়ে যাবে।
আইডিয়া বিনামূল্যে 10 GB ডাটা নিয়ে এলেও পিছয়ে নেই এয়ারটেল। সম্প্রতি কলকাতা সার্কেলের গ্রাহকদের জন্য নতুন ২৮৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এই প্ল্যানে ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আগে এই প্ল্যানে ৪৮ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এর সাথেই এবার ২৮৯ টাকার প্ল্যানে কলকাতা সার্কেলের গ্রাহকরা 4GB ডাটা, রোজ ১০০ টি SMS আর আনলিমিটেড কলের সুযোগ পাবেন। আগে ২৮৯ টাকার প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা 1GB ডাটা পেতেন।
প্রসঙ্গত সম্প্রতি ভোডাফোন ২৭৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে প্রতিদিন ১০০ SMS এর সাথেই দিনে ২৫০ মিনিট ও সপ্তাহে ১০০০ মিনিট ভয়েস কল আর মোট 4GB ডাটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটিও ৮৪ দিন। তবে এয়ারটেল প্ল্যান ভয়েস কলে কোন সীমা থাকবে না।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190