Just In
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নথিবদ্ধ করতে হাজির নতুন পোর্টাল
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নথিবদ্ধ করতে নতুন পোর্টাল নিয়ে এল কেন্দ্র। ই-শ্রম পোর্টালে সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নথিবদ্ধ করার কাজ হবে। ২৬ অগাস্ট এই পোর্টাল প্রকাশ্যে এনেছে কেন্দ্র।

১। ই-শ্রম পোর্টালে দেশের সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের হিসাব রাখার কাজ হবে।
২। লঞ্চের পরেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই পোর্টালে নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন। আধার কার্ড নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
৩। এছাড়াও রেজিস্ট্রেশনের সময় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্মের তারিখ, মোবাইল নম্বর, ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য দিতে হবে।
৪। এই পোর্টাল দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ডেটাবেস হিসাবে আগামী দিনে কাজ করবে।
৫। এই পোর্টাল লঞ্চের সময় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, “শ্রম যোগীরাই আমাদের দেশ তৈরি করেন।”
৬। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাথমিক লক্ষ্য প্রান্তিক মানুষের কাছেও সরকারি সাহায্য পৌঁছে দেওয়া।
৭। আর সেই পথেই আর একটি নতুন পদক্ষেপ দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ডেটাবেস তৈরি করা। আর এই জন্যই সামনে এসেছে ই-শ্রম পোর্টাল।
৮। ই-শ্রম পোর্টালের মাধ্যমে দেশের অসংগঠিত ক্ষেত্রের প্রায় ৩৮ কোটি শ্রমিককে সরকারি হিসাবের আওতায় আনার চেষ্টা করছে কেন্দ্র। মন্ত্রী জানিয়েছেন এই শ্রমিকদের কাছে কেন্দ্রের সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই পোর্টাল এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৯। রেজিস্ট্রেশনের সময় শ্রমিকরা কোন সমস্যার সম্মুখীন হলে ১৪৪৩৪ নম্বর ডায়াল করে সমাধান জেনে নিতে হবে। নতুন এই টোল ফ্রি হেল্প লাইন নম্বর চালু করেছে কেন্দ্র।
১০। এর আগে সুপ্রিম কোর্টের কাছে এই পোর্টাল লঞ্চ দেরি হওয়ার কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল কেন্দ্রকে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470