mAadhaar অ্যাপের আটটি ফিচার

প্রতিশ্রুতি মতোই ভারত সরকার স্মার্টফোনের জন্য লঞ্চ করেছে mAadhaar অ্যাপ। এই অ্যাপে থাকবে আপনার আধারের সব তথ্য।

|

প্রতিশ্রুতি মতোই ভারত সরকার স্মার্টফোনের জন্য লঞ্চ করেছে mAadhaar অ্যাপ। এই অ্যাপে থাকবে আপনার আধারের সব তথ্য।

mAadhaar অ্যাপের আটটি ফিচার

অর্থাৎ এই অ্যাপটি আপনার ভ্যালিড আইডি প্রুফ হিসাবে ব্যাবহার করা যাবে সারা ভারতের যে কোন জায়গায়। এছাড়াও এই অ্যাপে আপডেট করা যাবে আধার তথ্য। আসুন দেখে নেওয়া যাক এই অ্যাপ দিয়ে আআর কি করা সম্ভব।

আপনার আধারে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কাজ করবে নাআ এই অ্যাপ।

আধার ডিটেলস আপডেট

আধার ডিটেলস আপডেট

ইন্সটল করার পর আপনি eKYC সম্পূর্ণ করে পনার আধারে মিসিং ইনফর্মেশানগুলি অ্যাড করতে পারবেন। লাইনে না দাঁডিয়ে এবার নিজের ফোন থেকেই আপডেট করা যাবে আধারের তথ্য।

লক/আনলক

লক/আনলক

এবার আধারে আপনি লক করে রাখতে পারেন আপনার বায়োমেট্রিক ইনফর্মেশান। এই অ্যাপে লক অপশান দিয়ে লক করতে পারবেন আপনার বায়োমেট্রিক তথ্য।

QR কোড দিয়ে শেয়ার

QR কোড দিয়ে শেয়ার

QR কোড দিয়ে ডাটা শেয়ার করা যায় mAadhaar অ্যাপে। পরে যে কোন QR কোড স্ক্যানার দিয়ে আপনি পেয়ে যাবেন আপনার আধার তথ্য।

তিনটি আধার প্রোফাইল স্টোর করুন

তিনটি আধার প্রোফাইল স্টোর করুন

শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নম্বরেই কাজ করবে এই অ্যাপ। আপনার মোবাইল নম্বরে যদি একাধিক আধার কার্ড লিঙ্কড থাকে তবে একসাথে তিনটি পর্যন্ত আধার ডিটেলস স্টোর করা যায় এই অ্যাপে।

ভারতে লঞ্চ হল শাওমি রেডমি ৫: দেখে নিন ফোনের স্পেসিফিকেশান, দাম ও লঞ্চ অফারভারতে লঞ্চ হল শাওমি রেডমি ৫: দেখে নিন ফোনের স্পেসিফিকেশান, দাম ও লঞ্চ অফার

যে কোন যায়গা থেকে আপডেট করুন

যে কোন যায়গা থেকে আপডেট করুন

এই অ্যাপের মাধ্যমে যে কোন জায়গা থেকে আপডেট করতে পারবেন আপনার আধার ডিটেলস। এরজন্য প্রয়োজন একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশান।

রিপ্লেসমেন্ট হিসাবে ব্যাবহার

রিপ্লেসমেন্ট হিসাবে ব্যাবহার

mAadhaar অ্যাপটি আপনার ভার্চুয়াল আইডি প্রুফ। ফলে আপনি যদি আধার কার্ড হারিয়ে ফেলেন তবে এই অ্যাপ ব্যাবহার করে সব কাজ করতে পারবেন আপনি।

eKYC এই অ্যাপের মাধ্যমে আআপনি সহজেই করে ফেলতে পারবেন eKYC।

শুধুমাত্র অ্যানড্রয়েড ব্যাবহারকারীদের জন্য

শুধুমাত্র অ্যানড্রয়েড ব্যাবহারকারীদের জন্য

এই অ্যাপ শুধুমাত্র অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যই পাওয়া যায়।। তবে শিঘ্রই চলে আসবে এই অ্যাপের iOS ভার্সান।

Best Mobiles in India

Read more about:
English summary
mAadhaar app, which was launched by the Indian government can work only with a registered mobile number. You can do these things with the mAadhaar app on Android and iOS if you have a registered number. Take a look at the same from the content below.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X