Just In
কম্পিউটারের ফিচার স্মার্টফোনে নিয়ে এল ফেসবুক
ক্রিয়েটারদের জন্য নতুন প্ল্যান নিয়ে এল ফেসবুক। এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকে পোস্ট করা যাবে। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে ক্রিয়েটার স্টুডিও অ্যাপ ব্যবহার করা যাবে। এতদিন যে সব ফিচার শুধুমাত্র ডেক্সটপ ব্রাউতার থেকে ব্যবহার করা যেত এবার নতুন অ্যাপ ব্যবহার করে সেই ফিচার স্মার্টফোন থেকেও ব্যবহার করা যাবে। ফলে স্মার্টফোন থেকে ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

ফেসবুক পেজে পোস্ট করার সঙ্গেই ফেসবুক ক্রিয়েটার স্টুডিওর মাধ্যমে পেজ সম্পর্কে সব তথ্য দেখে নেওয়া যাবে। এতদিন শুধুমাত্র ডেস্কটপ থেকেই এই ফিচার ব্যবহার করা যেত।
অন্যদিকে গ্রাহকের ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসছে মার্ক জাকারবার্গের কোম্পানি। এই জন্য ফেসবুক ওয়েবসাইট ও অ্যাপে একের পর এক নতুন ফিচার আসছে। জানুয়ারিতে ফেসবুক অ্যানড্রয়েড অ্যাপে ডার্ক মোড যোগ হয়েছিল। অনেক দিন ধরেই অ্যানড্রয়েড ফেসবুক অ্যাপে ডার্ক মোডের কাজ চলছিল। অবশেষে সেই ফিচার পৌঁছে গেল।
কোম্পানির চতুর্থ অ্যাপ হিসাবে ডার্ক মোড পেতে চলেছে ফেসবুক। এর আগে হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড পৌঁছে গিয়েছিল।
গোটা বিশ্বের ২৫০ কোটি মানুষ প্রতি মাসে নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। এর মধ্যে ২৭.৫ কোটি ভুয়ো অ্যাকাউন্ট। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে ফেসবুক।
“২০১৯ সালের ৩১ ডিসেম্বর আমাদের নিয়মিত মাসিক গ্রাহকের সংখ্যা ছিল ২৫০ কোটি। যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের থেকে ৮ শতাংশ বেশি। ২০১৯ সালে ভাতর, ইন্দোনেশিয়ায় ও ফিলিপিন্সের গ্রাহকরা কোম্পানির বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছেন।” এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক।
“২০১৯ সালের চতুর্থ ত্রৈমাসিকে মোট গ্রাহকের ১১ শতাংশ ভুয়ো অ্যাকাউন্ট ছিল। ফিলিপিন্স, ভিয়েতনামের মতো দেশে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটা বেশি।”
ফেসবুক জানিয়েছে ভুয়ো অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় গ্রাহক একের বেশি অ্যাকাউন্ট ব্যবহার করেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470