এবার 'স্নুজ' বাটন আসছে ফেসবুকে

কিছু মানুষ আছেন যারা জীবনের সব খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করে থাকেন। কখনো সেগুলি অন্য মানুষের বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। তাই ফেসবুক এবার আনতে চলেছে নতুন 'স্নুজ' বাটন।

|

এই বিষয়ে কোন সন্দেহ নেই যে নিজের পরিবার ও কাছের মানুষগুলির সাথে যোগাযোগ রাখার জন্য ফেসবুক একটি দারুন প্ল্যাটফর্ম। কিন্তু এতো অ্যাপ ও ও সোশাল মিডিয়ার ভিড়ে একটু হলেও কমতে শুরু করেছে ফেসবুকের জনপ্রিয়তা।

 
এবার 'স্নুজ' বাটন আসছে ফেসবুকে

কিছু মানুষ আছেন যারা জীবনের সব খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করে থাকেন। কখনো সেগুলি অন্য মানুষের বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। তাই ফেসবুক এবার আনতে চলেছে নতুন 'স্নুজ' বাটন। এই বাটনের মাধ্যমে আপনি কোন ব্যাক্তি বা পেগে পোস্টকে 'স্নুজ' করে রাখতে পারবেন।

নতুন এই ফিচারটি কিছুটা 'আনফলো'-এর মতোই কিন্তু এই ক্ষেত্রে আপনি ঠিক করতে পারবেন কাতক্ষন আপনি সেই ব্যাক্তি বা পেগের পোস্ট দেখতে চান না।

 

সম্ভবত Nokia 2 তে থাকবে 4000mAh ব্যাটারিসম্ভবত Nokia 2 তে থাকবে 4000mAh ব্যাটারি

টেকক্রাঞ্চ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ফেসবুক ইতিমধ্যেই নতুন এই ফিচারের টেস্টিং শুরু করে দিয়েছে। এবার আর আপনার বন্ধুর বিরক্তিকর ফেসবুকের পোস্টের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক যেভাবে 'আনফলো' করা যায় তেমনি 'স্নুজ' করলে আপনার বন্ধু জানতে পারবেন না যে আপনি তাকে স্নুজ করেছেন।

Best Mobiles in India

Read more about:
English summary
This new Facebook feature will the same as "unfollowing" someone or a page or a group.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X