দারুন এক ফিচার এলো ফেসবুকে, দেখে নিন নতুন সেই ফিচার...

|

ফেসবুকে রোজই আসছে নিত্য নতুন ফিচার। এবার ফেসবুক নিয়ে এলো তাদের নতুন আরও এক ফিচার। এই ফিচারে ফেসবুক ব্যাবহারকারীরা তাদের স্টেটাস আপডেটে পোল ক্রিয়েট করে বন্ধুদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। এই পোলে সাপোর্ট করবে GIF।

দারুন  এক ফিচার এলো ফেসবুকে, দেখে নিন নতুন সেই ফিচার...

এই ফিচারটি ওয়েব ব্রাউজাও ও অ্যাপ দুই প্ল্যাটফর্মেই কাজ করবে। এর মাধ্যমে ব্যাবহারকারীরা কমেন্টে প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি পোলেই নিজেদের মতামত জানাতে পারবেন। এছাড়াও কতদিন চালু রাখবেন এই পোল তা ঠিক করতে পারবেন ইউজার নিজেই।

যদিও এই ফিচার ইতিমধ্যেই বাজারে এনেছে ইন্সাগ্রাম। ইস্টাগ্রামের স্টোরি সেকশানে এই ফিচার এসেছে গত মাসেই। টুইট্যারেও এই ফিচার ইতিমধ্যেই উপস্থিত আছে।

কিভাবে তৈরী করবেন ফেসবুক পোল স্টেটাস?

সাধারন স্টেটাস যেভাবে পোস্ট করেন সেভাবেই পোস্ট করতে হবে নতুন এই পোল স্টেটাস। স্টেটাস পোস্ট করার সময় টেস্ট বস্কের নিচে নতুন 'পোল' অপশানটি দেখতে পাবেন। সেখানে ''আস্ক সমথিং" সিলেক্ট করে নিজের প্রশ্ন টাইপ করে ফেলুন। উত্তরে মাত্র দুটি অপশান রাখতে পারবেন। এছাড়াও আপনি ব্যাবহার করতে পারেন বিভিন্ন চবি অথবা GIF।

৪৪৮ টাকায় আনলিমিটেড কল আর প্রতিদিন 1GB ডাটা অফার আনল এয়ারটেল৪৪৮ টাকায় আনলিমিটেড কল আর প্রতিদিন 1GB ডাটা অফার আনল এয়ারটেল

Best Mobiles in India

English summary
Facebook now rolls out GIF-supported polls feature to web and mobile apps.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X