Just In
Don't Miss
ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য আপনাকে টাকা দেবে ফেসবুক
সম্প্রতি নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। নতুন এই অ্যাপ এর নাম স্টাডি। এই অ্যাপ থেকে গ্রাহকের সব ধরনের তথ্য সংগ্রহ করবে ফেসবুক। গ্রাহক কতক্ষণ ফোন ব্যবহার করেন। কোন অ্যাপ কত সময় ব্যবহার করেন, কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার হচ্ছে এই ধরনের তথ্য সংগ্রহ করবে স্টাডি অ্যাপ।
তবে পাসওয়ার্ড অথবা কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন তা জানবে না নতুন অ্যাপ। ফেসবুক জানিয়েছে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা এই ব্যক্তিগত তথ্য বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করবে ফেসবুক।
যে সব গ্রাহকের কাছে ইতিমধ্যেই ফেসবুক স্টাডি প্রোগ্রামের আমন্ত্রণ পৌঁছেছে তারা স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ইনস্টক করার পরে বিভিন্ন পার্মিশান দিয়ে দিতে হবে। যে কোন সময় এই অ্যাপ আন ইনস্টল করে এই প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়া যাবে।
এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, “স্টাডি অ্যাপ থেকে কোন তথ্য বিশ্লেষনের সময় একই গ্রাহকের ফেসবুক অ্যাপ থেকে পাওয়া তথ্যও বিশ্লেষন করব আমরা। এর ফলে গ্রাহকের সম্পর্কে আরও ভালো তথ্য জানা সম্ভব হবে।”
স্টাডি অ্যাপ ব্যবহার করতে গ্রাহকের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। ভারতে ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ সম্পর্কে সচেতনতা শুরু করবে ফেসবুক।
শিঘ্রই নতুন ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসছে ফেসবুক। কোম্পানির ভিতরে ক্রিপ্টোকারেন্সিকে 'লিব্রা’ নামে ডাকা হচ্ছে। ১৮ জুন নতুন এই ক্রিপ্টোকারেন্সি গোটা দুনিয়ার সামনে নিয়ে আসবে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। ইতিমধ্যেই একাধিক বিনিয়োগকারীকে এই প্রোজেক্ট সম্পর্কে ওয়াকিবহাল করেছে ফেসবুক।
সম্প্রতি ফেসবুকের আর্থিক বিভাগের প্রধান জার্মান ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষ্যাতকারে জানিয়েছেন, ১৮ জুন এই ক্রিপ্টোকারেন্সি সামনে আসতে পারে। একসাথে একগুচ্ছ কারেন্সি নিয়ে এই ক্রিপ্টোকারেন্সি চলবে। তাই খুব সহজে দাম ওঠানামা হবে না।
এছাড়াও নির্বাচিত কিছু সংবাদমাধ্যমকে ১৮ জুন এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। ফেসবুক ব্লকচেন বিভাগ থেকে এই আমন্ত্রণ এসেছে। একাধিক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে ১৮ জুন এই ইভেন্টেই ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ হবে।
ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে ফেসবুক। সুত্র মারফৎ জানা গিয়েছে আপাতত লঞ্চ হলেও ২০২০ সালে বিশব্যাপী বন্যবহার করা যাবে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790