Just In
হোয়াটসঅ্যাপে এই ভুয়ো খবরগুলি থেকে দূরে থাকুন
সম্প্রতি হোয়াটসঅ্যাপে দুটি ভুয়ো খবর ভাইরাল হয়েছে। হোয়াটসঅ্যাপ ছাড়াও ফেসবুক অথবা ট্যুইটারেও এই ভুয়ো খবর দেখা যাচ্ছে।এই দুটি মেসেজ নীচে দেখা নিন।

প্রথম মেসেজ
প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এই মেসেজে জানানো হয়েছে,
১। রোজ রা ১১টা ৩০ মিনিট থেকে সকাল ৬ টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে।
২। এই মেসেজ কনট্যাক্টে সবাইকে না পাঠালে ৪৮ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
৩। একবার বন্ধ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ শুরু করতে ৪৯৯ টাকা খরচ হবে।
৪। শনিবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে টাকা লাগবে।
৫। কিছু গ্রাহকের হোয়াটসঅ্যাপ লোগো নীল হয়ে যাবে।
৬। এছাড়াও কিছু নীল টিক পাওয়া যাবে।
এই সব খবরই সম্পূর্ণ মিথ্যা। কোন ভাবেই এই ধরনের খবর বিশ্বাস করবেন না।
দ্বিতীয় মেসেজ
দ্বিতীয় মেসেজেও একের পর এক মিথ্যা খবর রটানো হয়েছে। এই মেসেজে বলা হয়েছে,
১। বরুন পুল্যানি নামে এক ব্যাক্তি নিজেকে হোয়াটসঅ্যাপের ডিরেক্টার বলে দাবি করেছেন।
২। তিনি জানিয়েছেন মুকেশ আম্বানির কাছে হোয়াটসঅ্যাপ বিক্রি করে দেওয়া হয়েছে।
৩। এই মেসেজ ২৫ জনকে ফরওয়ার্ড করলে ৪৯৭.৫৪ টাকা টকটাই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
৪। টাইমস অফ ইন্ডিয়া খবরের কাগজে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে।
এই দুটি মেসেজই সম্পূর্ণ মিথ্যা। এখনও হোয়াটসঅ্যাপের মালিক ফেসবক। মুকেশ আম্বানির কাছে হোয়াটসঅ্যাপের মালিকানা নেই।
হোয়াটসঅ্যাপের এক মুখপাত্রের কাছে এই মেসেজের বিষয়ে প্রশ্ন করে হলে তিনি বলেন “এই সব খবর সম্পূর্ণ মিথ্যা।”
তাই সোশ্যাল মিডিয়ায় দেখা যে কোন তথ্য সম্পূর্ণ চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470