Just In
বিশাল সেল ফ্লিপকার্টে, স্মার্টফোনের সেরা অফার দেখে নিন
৬ অগাস্ট ফ্লিপকার্টে শুরু হয়েছে বিগ শপিং ডেজ সেল। পাঁচ দিনের এই সেলে যে কোন কেনাকাটায় ১০ শতাংশ ছাড় দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি। ১০ অগাস্ট পর্যন্ত এই সেল চলবে।

আইফোন এসই ২, মোটোরোলা রেজার, রেডমি কে২০ প্রো, আইফোন টেনআর সহ একগুচ্ছ জনপ্রিয় ফোনে বিশাল ছাড় পাওয়া যাবে। নিজের স্মার্টফোন আপগ্রেড করার পরিকল্পনা থাকলে অথবা নতুন ফোন কিনতে চাইলে ১০ অগাস্টের আগে ফ্লিপকার্টের সেরা অফারগুলি দেখে নিন।
ওপ্পো রেনো ২এফ
এই ফোনে ৫,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ২৩,৪৯০ টাকার পরিবর্তে ওপ্পো রেনো ২এফ কিনতে ১৬,৯৯০ টাকা খরচ হবে। ১০ অগাস্ট পর্যন্ত এই অফার চলবে।
রেডমি কে ২০
২২,৯৯৯ টাকায় পাওয়া যাবে রেডমি কে২০। যদিও এই ফোনে খুব বেশি ছাড় পাওয়া যাচ্ছে না।
রেডমি কে২০ প্রো
এই ফোনে কিনলে ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তাই অনেকটা কম দামে রেডমি কে২০ প্রো কেনার সুযোগ থাকছে।
অ্যাপেল আইফোন ৭ প্লাস
এটা অ্যাপেলের প্রথম ডুয়াল ক্যামেরার স্মার্টফোন। এই ফোনে থাকছে একটি বিশেষ পোট্রেট ক্যামেরা। ফ্লিপকার্ট সেলে এই ফোনে মিলছে দুর্দান্ত ছাড়।
আইকু ৩
সম্প্রতি লঞ্চ হওয়া এই ৫জি ফোনেও বিশাল ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এর আগে এত কম দামে আইকু ৩ বিক্রি হয়নি।
ওপ্পো রেনো ১০এক্স জুম
এই ফোনের ক্যামেরায় ১০এক্স জুম থাকছে। এই সেলে অনেকটা কম দামে পকেটে পুরতে পারবেন ওপ্পোর এই ফোন।
মোটোরোলা রেজার
এটা মোটোরোলার প্রথম ফোল্ডেবল ডিসপ্লের অ্যানড্রয়েড ফোন। এই ফোনে ২০,০০০ টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট।
এলজি জি৮এক্স
এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ৬জিবি র্যাম ও ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
রিয়েলমি ৬
১৪,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৬। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।
পোকো এক্স২
ডিসকাউন্টের পরে ১৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে পোকো এক্স২।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470