Just In
শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেল, স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
১৩ জুন শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেল। এই সেলে এসবিআই কার্ড ব্যবহার করে কেনাকাটার ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১৬ জুন পর্যন্ত ফ্লিপকার্টে স্মার্টফোন সহ বিভিন্ন জনপ্রিয় গ্যাজেট ও অ্যাকসেসারিজে এই সেল চলবে। চার দিনের এই সেলে গুগল পিক্সেল ৪এ, আইফোন ১১ প্রো, মটোরলা রেজার ৫জি, স্যামসাং এফ১২, আসুস আরওজি ফোন ৩ সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে।

১২ জুন মধ্যরাতে ফ্লিপকার্টে এই সেল শুরু হয়ে যাবে। যদিও এই সময় শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাস মেম্বাররাই সেলে অংশ নিতে পারবেন। ১৩ জুন থেকে সব ফ্লিপকার্ট গ্রাহক ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেলে অংশ নিতে পারবেন।
ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেলে স্মার্টফোনের ডিসকাউন্ট
এই সেলে ৪৬,৯৯৯ টাকার পরিবর্তে ৪১,৯৯৯ টাকায় কেনা যাবে আসুস আরওজি ফোন ৩। ১০,৯৯৯ টাকা থেকে দাম কমে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এফ১২।
এছাড়াও গুগল পিক্সেল ৪এ ফোনে বড় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। সাম্প্রতিক সেলে ২৯,৯৯৯ টাকার পরিবর্তে ২৬,৯৯৯ টাকায় এই ফোন পাওয়া যাবে। আইকু ৩ এর দাম ৩৪,৯৯০ টাকা থেকে কমে হচ্ছে ২৪,৯৯০ টাকা।
১,০৯,৯৯৯ টাকা থেকে দাম কমে ৮৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে মটোরলা রেজার ৫জি।
ফ্লিপকার্ট সেলে সস্তা হচ্ছে একাধিক জনপ্রিয় আইফোন মডেল। ৫ হাজার টাকা দাম কমে ৭৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে আইফোন ১১ প্রো। এছাড়াই মাত্র ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে আইফোন এক্সআর। এক হাজার টাকা সস্তা হয়ে ৩১,৯৯৯ টাকায় পাওয়া যাবে নতুন আইফোন এসই।
এছাড়াই এই সেলে সস্তা হবে জিওনি ম্যাক্স প্রো, ইনফিনিক্স স্মার্ট ৫, মাইক্রোম্যাক্স নোট ওয়ান সহ একগুচ্ছ জনপ্রিয় স্মার্টফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470