Just In
এবার নতুন ক্রেডিট কার্ড লঞ্চ করল ফ্লিপকার্ট
এবার ক্রেডিট কার্ডের দুনিয়ায় প্রবেশ করল ফ্লিপকার্ট। অ্যাক্সিস ব্যাঙ্ক আর মাস্টারকার্ডের সাথে হাত মিলিয়ে ক্রেডিট কার্ড লঞ্চ করেছে ই-কমার্স কোম্পানিটি। ২০১৬ সালেও অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে ক্রেডিট কার্ড নিয়ে এসেছিল ফ্লিপকার্ট। জুলাই মাসে নির্বাচিত গ্রাহককে এই ক্রেডিট কার্ড দেওয়া হবে। ধীরে ধীরে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই ক্রেডিট কার্ড।

নতুন এই ক্রেডিট কার্ডে আনলিমিটেড ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ফ্লিপকার্ট, মিন্ত্রা আর টুগুড ওয়েবসাইট থেকে কেনাকাটায় এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও মেকমাইট্রিপ, গোয়াইবিবো, উবার সহ একাধিক জনপ্রিয় সার্ভিসে ৪ শতাংশ ছাড় পাওয়া যাবে। গ্রাহকের মাসিক স্টেটমেন্টে এই ক্যাশব্যাক নিজে থেকেই যোগ হয়ে যাবে।
এছাড়াও ফ্লিপকার্টের নতুন ক্রেডিট কার্ডে থাকছে একাধিক কার্চেন্টের কাছে ২০ শতাংশ অতিরিক্ত ছাড়, ৪,০০০ রেস্টোরেন্ট, লাউঞ্জ অ্যাকসেস আর জ্বালিনিতে মাসে ৫০০ টাকা পর্যন্ত ছাড়। নতুন এই ক্রেডিট কার্ডের জন্য ব্বছরে ৫০০ টাকা খরচ হবে। তবে বছরে ২ লক্ষ বা তার বেশি টাকা খরচ করলে এই টাকা দিতে হবে না গ্রাহককে।
তবে ফ্লিপকার্ট ছাড়াও ইতিমধ্যেই বাজারে ক্রেডিট কার্ড নিয়ে এসেছে স্ন্যাপডিল, আইসিআইসিআই, অ্যামাজনের মতো কোম্পানিগুলি। এছাড়াও ক্রেডিট কার্ড লঞ্চ করেছে Paytm আর Ola।
১৫ জুলাই থেকে ফ্লিপকার্টে শুরু হচ্ছে বিশাল সেল। অ্যামাজন প্রাইম ডে সেল এর সাথে প্রতিযোগিতায় এই সেল নিয়ে এসেছে ফ্লিপকার্ট। ১৮ জুলাই পর্যন্ত চলা এই সেলে ওয়েবসাইটে সব বিভাগের প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে। এছাড়াও থাকছে সহজ ই এম আর আও পুরনো প্রোডাক্ট এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত ছাড়। সব বিভাগের সাথেই এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ল্যাপটপ ও অ্যাকসেসারিজ সহ বিভিন্ন গ্যাজেট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470