Just In
বিশ্বের প্রথম ৫জি স্মার্ট টিভি নিয়ে আসছে এই কোম্পানি
ইতিমধ্যেই বিশ্বের প্রথম ৫জি ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করে গোটা দুনিয়ার নজর কেড়েছে চিনের এক নম্বর কনসিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড হুয়াওয়েই। ইতিমধ্যেই শাওমি ও ওয়ানপ্লাসের মতো কোম্পানিগুলি ৫জি স্মার্টফোন লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হয়েছে ৫জি স্যামসাং গ্যালাক্সু এস১০। তবে শুধুমাত্র ৫জি স্মার্টফোনেই সীমাবদ্ধ থাকতে চায় না হুয়াওয়েই। এবার ৫জি স্মার্ট টিভি লঞ্চের ঘোষণা করল চিনা কোথানিটি।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে এই বছরের শেষে ৫জি স্মার্ট টিভি নিয়ে আসবে হুয়াওয়েই। এই টিভিতে একটি ৮কে প্যানেল ব্যবহার হবে। এতদিন কনসিউমার ইলেকট্রনিক বিভাগে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ তৈরী করত চিনের কোম্পানিটি। এবার টিভির দুনিয়ায় পা রাখবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর স্মার্টফোন কোম্পানি।
এই মুহুর্তে বিশ্বের বাজারে স্মার্টটিভি বাজারে এলজি ও স্যামসাং এর আধিপত্য রয়েছে। নতুন স্মার্ট টিভি লঞ্চ করে এই দুই কোম্পানির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে হুয়াওয়েই। হুয়াওয়েই ছাড়াও ২০১৯ সালে নতুন স্মার্ট টিভি লঞ্চের পরিকল্পনা করছে ওয়ানপ্লাস।
বিশ্বের বৃহত্তম টেলিকম যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা হুয়াওয়েই। বিশ্ব বাজারে অ্যাপেল কে টপকে স্মার্টফোন বিক্রিতে দুই নম্বর স্থানে রয়েছে এই কোম্পানি। এই মুহুর্তে বিশ্বের স্মার্টফোন বাজারে এক নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং।
বিশ্বব্যাপী ৮কে টিভির চাহিদা বাড়ছে। গত বছর ২০,০০০ টিভি বিক্রি হয়েছিল, এই টিভিগুলিতে ৮কে প্যানেল ছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সংখ্যা এই বছর বেড়ে ৪৩০,০০০ হবে। আগামী বছর ৮ কে টিভি বিক্রি ২০ লক্ষ ছাড়াবে। হুয়াওয়েই এর ৫জি টিভি কমে লঞ্চ হবে তা জানা যায়নি। তবে একই রকম টিভি তৈরী করতে শুরু করেছে স্যামসাং ও এলজি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470