Just In
এখনই বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশান পাবেন কীভাবে?
শিঘ্রই বাজারে আসছে জিওর ব্রডবতান্ড পরিষেবা জিও গিগাফাইফার। এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু না হলেও পরীক্ষামুলকভাবে দেশের একাধিক শহরে ব্রডব্যান্ড পরিষেবা শুরু করেছে জিও। গিগাফাইবারের এক ঝাঁক সুবিধার চাপে রীতিমতো কোণ ঠাসা দেশের একাধিক ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থা বিএসএনএল। জিও কে টেক্কা দিতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। এ বার বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশান দেওয়ার বিশেষ অফার নিয়ে হাজির এই রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে বিএসএনএল-এর পক্ষ থেকে।

এই অফারে বিএসএনএল ল্যান্ডলাইন গ্রাহকরা একেবারে বিনামূল্যে পেতে পারেন ব্রডব্যান্ড কানেকশান। অর্থাৎ, নতুন ব্রডব্যান্ড কানেকশান নেওয়ার সময় কোনও রকম ইন্সটলেশান চার্জ দিতে হবে না বিএসএনএল ল্যান্ডলাইন গ্রাহকদের। এই অফারে গ্রাহকরা 10 Mbps স্পিডে প্রতিদিন 5GB ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়াও এই অফারে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান বিনামূল্যেই পাবেন বিএসএনএল ল্যান্ডলাইন গ্রাহকরা।
বিএসএনএল ব্রডব্যান্ড কানেকশান একেবারে বিনামূল্যে পেতে চাইলে ল্যান্ডলাইন গ্রাহকদের ফোন করতে হবে ১৮০০৩৪৫১৫০৪ টোল-ফ্রি নম্বরে। এই নম্বরে ফোন করে রেজিস্ট্রেশানের পরেই বাড়িতে ব্রডব্যান্ড কানেকশান পৌঁছে দেবে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। গোটা দেশের সব বিএসএনএল ল্যান্ডলাইন গ্রাহক এই অফারের সুবিধা পাবেন।
এছাড়াও জিও ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা গিগাফাইবার লঞ্চের আগেই নিজেদের ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে হাজির হয়েছে বিএসএনএল। এই কানেকশানে 100 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। আপাতত সীমিত এলাকায় এই কানেকশান দিচ্ছে কোম্পানিটি। পরে গোটা দেশে ফাইবার ব্রডব্যান্ড পৌঁছে দেবে বিএসএনএল। মার্চ মাসের শুরুতেই যে কোনও এক বছরের ব্রডব্যান্ড প্ল্যানে ২৫ শতাংশ 'ক্যাশ ব্যাক’ অফারের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে BSNL।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470