কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?

|

এন্ড-টু-এন্ড এনক্রিপশান ছাড়া গুগুলের নতুন মেসেজিং প্ল্যাটফর্ম 'চ্যাট' লঞ্চের সিদ্ধান্তে সাইবার ক্রিমিনাল ও সরকারী গোয়েন্দাদের কাজে আরও সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 
কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?

প্রসঙ্গত এই সপ্তাহের শুরুতেই গুগুলের তরফে জানানো হয়েছে খুব শিঘ্রই লঞ্চ হবে তাদের নতুন মেসেজিং সার্ভিস 'চ্যাট'। গুগুলের তরফে জানানো হয়েছে কোন এন্ড-টু-এন্ড এনক্রিপশান থাকবে নতুন এই মেসেজিং সার্ভিসে।

যেখানে গুগুলের প্রতিযোগী অ্যাপেল আই মেসেজ ও ফেসবুকের হোয়াটসঅ্যাপ দুই মেসেজিং সার্ভিসের এন্ড-টু-এন্ড এনক্রিপশান ফিচার রয়েছে সেখানে গুগুল চ্যাটে এই ফিচার না থাকার কারনে লঞ্চের আগেই প্রতিযোগীতায় খানিকটা পিছিয়ে পড়েছে গুগুল চ্যাট। ২০১৮ সালে যেকোন প্রাইভেট মেসেজিং সার্ভিসের প্রাথমিক শর্ত অবশ্যই এন্ড-টু-এন্ড এনক্রিপশান এর সুরক্ষা।

 

এন্ড-টু-এন্ড এনক্রিপশান না থাকার কারনে খুব সহজেই যে কোন মেসেজ হ্যাক করতে পারবেন সাইবারক্রিমিনাল বা সরকারী গোয়েন্দারা।

সম্প্রতি ফেসবুকের ডাটা স্ক্যান্ডেল নিয়ে কম জলঘোলা হয়নি ওয়েব দুনিয়ায়। সেই সময়ে গুগুল ইউজার সিকিউরিটির উপর নজর না দেওয়ায় কোম্পানির মানষিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

অনেকেই মনে করছেন গ্রাহকের নিরাপত্তার কথা মাথায় না রেখে এই প্রোডাক্ট লঞ্চ অবশ্যই ভালো চোখে দেখবেন না গুগুলের গ্রাহকরা।

নতুন রিচ কমিউনিকেশশান সার্ভিসেস এর এর লঞ্চের ঘোষনা করার পর থেকেই তাই বিতর্কের ঝড় উঠেছে ওয়েব দুনিয়ায়।

মুখ্যমন্ত্রীর মতে ভারতেই আবিষ্কার হয়েছে ইন্টারনেটমুখ্যমন্ত্রীর মতে ভারতেই আবিষ্কার হয়েছে ইন্টারনেট

Best Mobiles in India

Read more about:
English summary
Google's decission to launch it's new Chat service without end-to-end encription is a gift to the cybercriminals

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X