Just In
বাসে বা ট্রেনে কত ভিড় হবে? জানিয়ে দেবে গুগল ম্যাপস
যে কোন শহরে সহ থেকে সহজ ও কম খরচে যাতায়াতের উপায় পাবলিক ট্রান্সপোর্ট। তবে পাবলিক ট্রান্সপোর্টে যাত্রা সবসময় সুখকর হয় না। অনেক সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আমাদের ভিড়ের সম্মুখীন হতে হয়। কখনও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের কারনে গন্তব্যে পৌঁছাতে দেরি হয় আমাদের। এই সমস্যার সমাধানে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ম্যাপস।

বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস কত দেরিতে আসবে তা জানিয়ে দেবে জনপ্রিয় নেভিগেশন সার্ভিস। ট্রাফিকের অবস্থা কেমন সেই বুঝে ঠিক কখন বাস স্ট্যান্ডে বাস পৌঁছাবে তাও জানিয়ে দেবে গুগল ম্যাপস।
ঠিক কোথায় দেরি হচ্ছে তাও জানিয়ে দেবে এই অ্যাপ। সেই বুঝে নিজেদের যাত্রা পরিকল্পনা করা যাবে।
বাস, ট্রেন বা মেট্রো রেলে কত ভিড় হবে তাও জানিয়ে দেবে গুগল ম্যাপস।গুগল জানিয়েছে বিশ্বব্যাপী ২০০ টি শহরে এই ফিচার শুরু হয়েছে। তবে কোন কোন শহরে এই পরিষেবা শুরু হয়েছে তা জানায়নি গুগল। এখনও আপনার শহরে এই ফিচার ব্যবহার করা না গেলে শিঘ্রই এই ফিচার চলে আসবে। ইতিমধ্যেই দিল্লিতে সবথেকে ভিড় হয় এমন তিনটি বাস রুটের নাম প্রকাশ করেছে গুগল। অনেকেই মনে করছেন দিল্লি শহরে এই ফিচার নিয়ে আসছে গুগল।
সম্প্রতি অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপস। এবার থেকে নেভিগেশনের সময় গাড়ি কত গতিতে চলছে তা জানিয়ে দেবে জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিস। গুগল ম্যাপস অ্যাপ এর মেনু থেকে সেটিংস এ গিয়ে 'স্পিডোমিটার’ নামের এই ফিচার অন করতে হবে। অনেকদিন ধরে পরীক্ষামুলক ভাবে চালানোর পরে সম্প্রতি ৪০ টি দেশে লঞ্চ হয়েছে স্পিড ক্যামেরা আর স্পিড লিমিট অ্যালার্ট।
ইতিমধ্যেই দেশের সব বড় শহরে স্পিড ক্যামেরা বসানো হয়েছে। অনেক সময় ভুল করে সেই ক্যামেরা খেলায় না করে বেশি গতিতে গাড়ি চানালোর জন্য জরিমানা দিতে হয়। তবে গুগল ম্যাপস থেকে কোথায় স্পিড ক্যামেরা রয়েছে তা আগেই জানা যাবে। নতুন স্পিডোমিটার ফিচারের সাহায্যেও বেশি গতিতে গাড়ি চালালে সতর্ক করে দেবে গুগল ম্যাপস।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470