Just In
- 1 hr ago
‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিয়ে আসছে জিও: প্ল্যানগুলি দেখে নিন
- 19 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 22 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 23 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
Don't Miss
এসএমএস এর মাধ্যমে আরও সুরক্ষিত হল গুগল পে লেনদেন
লেনদেন আরও সুরক্ষিত করতে এবার নতুন উপায় নিয়ে এল গুগল পে। গুগল পে অ্যাকাউন্টের সাথে যে অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টে যে কোন লেনদেন হলে এসএমএস এর মাধ্যমে তা জানানো হবে। এবার থেকে কেউ গুগল পে ব্যবহার করে টাকা পাঠানোর আবেদন করলেও এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানানো হবে।
গুগল জানিয়েছে এর ফলে টাকা লেনদেন আরও সুরক্ষিত হবে। সন্দেহজনক লেনদেন খুব সহজেই ধরা যাবে। মার্কিন সার্চ ইঞ্জিন জায়েন্ট জানিয়েছে গত দুই বছরে ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইউপিআই পেমেন্ট। এই পেমেন্ট ব্যবহার করে সরাসরি এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। গত দুই বছরে বেশিরভাগ গ্রাহক প্রথম বারের জন্য ইউপিআই পদ্ধতি ব্যবহার করে টাকা লেনদেন করেছে।
“ক্রমাগত বিভিন্ন ফিচার ব্যবহার করছি আমরা। সম্প্রতি এসএমএস এর মাধ্যমে গ্রাহককে নোটিফাই করা শুরু হয়েছে। এর ফলে সন্দেহজনক টাকা লেনদেন সহজেই চিহ্নিত করা যাবে।” এক ব্লগ পোস্টে জানিয়েছেঙ্গুগল পে এর ডিরেক্টার ও প্রোডাক্ট ম্যানেজার অম্বরিশ কেনঘে।
প্রতারকদের দূরে রাখতে প্রত্যেক লেনদেনে মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করা গুগল পে। যে কোন ধরনের সন্দেহজনক টাকা লেনদেনের অনুরোধ এলেই গ্রাহককে তৎক্ষণাৎ সতর্ক করে দেয় এই পেমেন্ট অ্যাপ।
টাকা ট্রান্সফার ছাড়াও এপ্রিল মাসে সোনা কেনা বেচা করার সুবিধা নিয়ে এসেছে গুগল পে।গুগল পে অ্যাপ ব্যবহার করে এবার থেকে গ্রাহক অনলাইনে ৯৯.৯৯ শতাংশ ২৪ কেরাট সোনা কিনতে ও বিক্রি করতে পারবেন। কয়েক সেকেন্ড অন্তর এই অ্যাপে সোনার দাম পরিবর্তন হবে। গুগল পে থেকে কেনা সোনা আপনার হয়ে ভল্টে রেখে দেবে MMTC-PAMP।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার বাজার। বিশেষ করে উৎসবের সময় ভারতে সোনা কেনা বেচা অন্য পর্যায়ে পৌঁছায়। তখন এই অ্যাপ ভারতবাসীর মন জয় করবে বলে আশা প্রকাশ করেছে গুগল।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090