Just In
Don't Miss
গুগল ফটোসে সেভ করা ছবি গুগল ড্রাইভে দেখা যাবে না কেন?
আপনি নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করলে খেয়াল করে থাকবেন গুগল ফটোসে সেভ করা ছবি গুগল ড্রাইভে দেখা যায়। এর ফলে অনেকেই এই ছবি দেখে গুগ্লিয়ে ফেলেন। কোন ছবি গুগল ফটোসে সেভ করা আর কোনটা গুগল ড্রাইভে সেভ করা বুঝতে সমস্যা হয়। তাই গ্রাহকের কথা শুনে এবার থেকে গুগল ড্রাইভে আর গুগল ফটোসের ছবি দেখা যাবে না।
জুলাই মাস থেকে গুগল ফটোসের ছবি আর গুগল ড্রাইভে দেখা যাবে না। সম্প্রতি এই বিবৃতিতে এই কথা জানিয়েছেন গুগল ড্রাইভ প্রধান জেসন গুপ্তা। এছাড়াও গুগল ফটোসের ওয়েব ভাসসানে আপলোড ফ্রম ড্রাইভ নামে নতুন একটি ফিচার আসছে। এই ফিচার ব্যবহার করে গুগল ড্রাইভে সেভ করা ছবি ও ভিডিও খুব সহজেই গুগল ফটোসে নিয়ে আসা সম্ভব হবে।
গুগল জানিয়েছে উইন্ডোজ ও ম্যাক ও এস থেকে গুগল ফটোজ ও গুগল ড্রাইভের ছবি একাধিক কোয়ালিটিতে ব্যাক আপ ও সিঙ্ক করা যাবে।
তাহলে যে ছবিগুলি এখন গুগল ফটোস আর গুগল ড্রাইভ দুই জায়গাতেই দেখাচ্ছে সেই ছবিগুলি এবার থেকে শুধুমাত্র গুগল ফটোস থেকে দেখা যাবে।
ফটোসের সাথেই ম্যাপস এও একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল এবার গুগল ম্যাপস ব্যবহার করে নেভিগেশানের সময় স্পিড লিমিট দেখতে পাবেন গ্রাহক। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, রাশিয়া, জাপান সহ ৪০ টি দেশের রাস্তায় এই ফিচার কাজ করবে।
এবার থেকে ম্যাপএর ডান দিকে নীচে স্পিড লিমিটের অপশান দেখা যাবে। এছাড়াও স্পিড ট্র্যাপ ম্যাপে দেখতে পাবেন গ্রাহক।
২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর বে এলাকা ও ব্রাজিলের রিও দি জেনিরোতে পরীক্ষামুলকভাবে এই ফিচার শুরু করেছিল গুগল।
অন্য এক জনপ্রিয় নেভিগেশন সার্ভিস ওয়েজ এ প্রথম এই স্পিড লিমিটের ফিচার দেখা গিয়েছিল। এছাড়াও চিনের বাইডু ম্যাপস অ্যাপ এর নেভিগেশানে রয়েছে স্পিড লিমিট ফিচার। এবার জনপ্রিয় নেভিগেশন সার্ভিস গুগল ম্যাপস এর যোগ হল স্পিড লিমিট।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190