প্লে স্টোর থেকে পর্ণ ম্যালওয়ার ইনফেক্টেড ৬০ টি গেম সরালো গুগুল

|

প্লে স্টোর থেকে প্রায় ৬০ট গেম সরিয়ে নিল গুগুল। এর মধ্যে বেশিরভাগ ছিল শিশুদের জন্য গেম। এই গেমগুলিতে পর্ণগ্রাফিক ম্যালওয়ারের অস্তিত্ব পেয়েছে গুগুল। এর ফলে সেই গেমগুলি চালাচে সেখানে চলছিল পর্ণগ্রাফিক বিজ্ঞাপন। আর সেই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাচ্ছিল কিছু সফটওয়ার।

প্লে স্টোর থেকে পর্ণ ম্যালওয়ার ইনফেক্টেড ৬০ টি গেম সরালো গুগুল

এই খব জানার সাথে সাথেই ওই গেমগুলিকে প্লে স্টোর থেকে ডিলিট করে দিয়েছে গুগুল। ফিনানশিয়াল টাইমসকে গুগুল জানিয়েছে, "আমরা এই গেমগুলিকে প্লে স্টোর থেকে ডিলিট করে দিয়েছি। এছাড়াও ডিসেবেল করে দেওয়া হয়েছে ডেভেলপারদের। এছাড়াও এখনো যাঁরা ওই গেমগুলি খেলছেন তাদের ডিভাইসে পাঠানো হচ্ছে সতর্কবার্তা।"

যদিও অ্যানড্রয়েডের সিকিউরিটি এই গেম ব্রেক করতে পারবেন না বলেই জানিইয়েছে গুগুল। এই গেমগুলি ৩ থেকে ৭ মিলিয়াল বার ডাউনলোড করা হয়েছে। যদিও অ্যানড্রয়েড ব্যাবহারকারীদের ফোনে বিজ্ঞাপন দেখিয়ে নকল সিকিউরিট অ্যাপ ব্যাবহারে বাধ্য করলে সেই ডেভেলপারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে মার্কিন টেক জায়েন্টের তরফে।

রিলায়েন্স জিওঃ চোখ বুলিয়ে নিন নতুন ট্যারিফরিলায়েন্স জিওঃ চোখ বুলিয়ে নিন নতুন ট্যারিফ

যদিও এই ধরনের অ্যাপর প্লে স্টোরে অবস্থান অবাক করেছে অনেক বিশেষজ্ঞকেই। গুগুলের সেফটি ফিচার গুগুল প্লে প্রোটেক্ট থেকে কি করে ছাড় পেল এই গেমগুলি তা বিষ্ময়ের।

দি ভার্জকে গুগুল জানিয়েছে, "প্লে স্টোরে একটি ফ্যামিলি কালেকশানের মাধ্যমে শিশুরা কোন অ্যাপ ব্যাবহার করবে তা কন্ট্রোল করতে পারেন অভিভাবকরা। গুগুল শিশুদের সুরক্ষার জন্য সদা তৎপর। এর ফলে ফ্যামিলি প্রগ্রামের অ্যাপে কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছে গুগুল।

Best Mobiles in India

Read more about:
English summary
Google has removed nearly 60 games, many of which were for children, from its Play Store after a security research firm found they were infected with a pornographic malware.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X