Just In
ব্যাঙ্ক থেকে ফোন এসেছে? প্রতারকের কাছে টাকা খোয়ালেন নাকি?
ইন্টারনেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং জনপ্রিয় হওয়ার সাথে সাথেই সাইবার ক্রাইমের সংখ্যা বাড়তে চলেছে। সিম কার্ড সোয়াপ, ফোন করে ওটিপি জেনে সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার কাজ চলছে। নতুন এক উপায়ে প্রতারণা শুরু করেছে। ব্যাঙ্ক থেকে ফোন করার কথা বলে অ্যাকাউন্টের দখল নিচ্ছে প্রতারকরা। কিছু বুঝে ওঠার আগেই গ্রাহকের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। ব্যাঙ্কিং স্ক্যামের ফাঁদে পড়ার আগে জেনে নিন এই তথ্যগুলি।

১। ব্যাঙ্কের প্রতিনিধি বলে এই প্রতারকরা ফোন করে।
২। ফোন কল সঠিক মনে হওয়ার জন্য গ্রাহকের নাম, ফোন নম্বর ও জন্মদিনের তথ্য ফোনে জানিয়ে দেয় প্রতারক।
৩। ল্যান্ড লাইন নম্বর থেকে এই ফোন আসে।
৪। অ্যাকাউন্ট ব্লক হয়ে জাওয়ার ভয় দেখায় প্রতারক।
৫। ক্রেডিট কার্ডে পয়েন্ট দেওয়ার লোভ দেখায় প্রতারক।
৬। ক্রেডিট ও ডেবিট কার্ড আপগ্রেড করার লোভ দেখাবে প্রতারক।
৭। এবার দেবিট অথবা ক্রেডিট কার্ডের তথ্য চাইবে প্রতারক।
৮। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরন চাইবে প্রতারক।
৯। এবার সার্ভিস ভেরিফাই করার জন্য ওটিপি জানতে চাইবে প্রতারক।
১০। এর পরে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে প্রতারক।
১১। অন্য দেশের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার ফলেই প্রতারককে খুঁজে পাওয়া কঠিন হয় পুলিশের।
১২। VoIP কল করে প্রতারকরা। এর ফলে ফোন নম্বর ট্র্যাক করেও প্রতারকের সন্ধান পাওয়া যায় না।
কোন ব্যাঙ্ক প্রতিনিধি আপনার কাছে কোন ব্যাক্তিগত তথ্য অথবা ওটিপি জিজ্ঞাসা করে না। শুধুমাত্র প্রতারকরাই এই তথ্য জিজ্ঞাসা করে। কোন পরিস্থিতিতেই কোন ব্যাক্তিকে কখনও কোন ধরনের ওটিপি জানিয়ে দেবেন না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470