Just In
Don't Miss
হোয়াটসঅ্যাপে স্পয়লারের হাত থেকে বাঁচবেন কীভাবে?
গেম অফ থ্রোনস সিজন ৬ অথবা অ্যাভেঞ্জার্স এন্ডগেম এর মতো জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমা গত কয়েক মাসে বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করেছে। তবে শুধুমাত্র সিরিজের শেষ বলেই নয়, অনলাইনে একের পর এক স্পয়লার আসার কারনেও জনপ্রিয়তা পেয়েছিল এই দুই টিভি সিরিজ ও সিনেমা। বিশেষ করে স্পয়লার ছড়ানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।
তবে এই ধরনের স্পয়লার অনেকের সিনেমা অথবা টিভি সিরিজ দেখার অভিজ্ঞতাকে খারাপ করতে পারে। এক নজরে হোয়াটসঅ্যাপে স্পয়লারের হাত থেকে বাঁচার সহয় কয়েকটি উপায় দেখে নিন।
১। নোটিফিকেশন প্রিভিউ বন্ধ করুন
আমরা সবাই স্মার্টফোন ও হোয়াটসঅ্যাপের প্রতি নেশাগ্রস্থ হয়ে পরেছি। স্মার্টফোনে কোন নোটিফিকেশনের শব্দ শুনলেই তা দেখার জন্য মন ব্যস্ত হয়ে পরে। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ প্রিভিউ বন্ধ করে রাখলে এক ঝলকে স্পয়লার দেখার সম্ভাবনা থেকে মুক্তি মেলে। দেখে নিন কীভাবে মেসেজ প্রিভিউ বন্ধ করবেন?
- হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
- ডান দিকে তিন ডট মেনু তে ক্লিক করুন।
- সেটিংস সিলেক্ট করুন।
- নোটিফিকেশন সিলেক্ট করুন।
- হাই প্রায়োরিটি নোটিফিকেশোন অন করে দিন।
২। কনট্যাক্ট ব্লক করুন
আমাদের সবার সেই রকম এক বন্ধু থাকে যে এই ধরনের স্পয়লার পাঠায়। নতুন সিনেমা বা টিভি সিরিজ লঞ্চ হলে সেই বন্ধুকে ব্লক করে দিন। কীভাবে? দেখে নিন।
- হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
- যে বন্ধুকে ব্লক করবেন সেই চ্যাট ওপেন করুন।
- ডান দিকে উপরে তিন ডট মেনুতে ক্লিক করুন।
- মোর > ব্লক সিলেক্ট করুন।
৩। হোয়াটসঅ্যাপ স্টেটাস মিউট করে দিন
শুধুমাত্র মেসেজ নয়, স্টেটাস থেকেও স্পয়লার আসতে পারে। তাই কোন বন্ধু নিয়মিত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্পয়লার শেয়ার করে সেই বন্ধুর স্ট্যাটাস নিউট করে দিতে পারেন।
- হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যান।
- কনট্যাক্টের স্ট্যাটাসে ক্লিক করুন।
- মিউট অপশান সিলেক্ট করুন।
৪। অটো ডাউনলোড বন্ধ করুন
হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করে দিন। এর ফলে কোন চ্যাটে পাঠানো ছবি বা ভিডিও নিজে থেকে ডাউনলোড হয়ে যাবে না। তাই স্পয়লার থাকলে তা আগে থেকে দেখে নিতে পারবেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190