Just In
‘মেরা রেশন’ অ্যাপ নিয়ে এল কেন্দ্র: সব তথ্য
কেন্দ্রীয় সরকারের 'এক দেশ এক রেশন কার্ড’ বাস্তবায়িত করতে 'মেরা রেশন’ অ্যাপ হাজির হল। নতুন এই অ্যাপ ব্যবহার করে নিকটবর্তী ন্যায্য মূল্যের দোকান খুঁজে পাওয়া যাবে। বিশেষ করে যারা জীবিকার প্রয়োজনে নতুন স্থানে যাবেন তাঁদের কাজে লাগবে এই অ্যাপ।

এনআইসি-র সঙ্গে হাত মিলিয়ে এই অ্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা বিলের অধীনে এক দেশ এক রেশন কার্ড হোল্ডাররা, বিশেষ করে পরিযায়ীদের কাজে লাগবে। এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্র।
এক দেশ এক রেশন কার্ডের মাধ্যমে যে কোন নাগরিক দেশের যে কোন প্রান্তে গিয়ে নিকটবর্তী ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন পাবেন। শুরুতে মাত্র ৪টি রাজ্যে এই সুবিধা থাকলেও ২০২০ সালের ডিসেম্বরে ৩২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এক দেশ এক রেশন কার্ডের সুবিধা পাওয়া যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই অসম, ছত্তিসগড়, দিল্লি ও পশ্চিমবঙ্গেও এক দেশ এক রেশন কার্ড সুবিধা চালু হয়ে যাবে।
এই মুহূর্তে গোটা দেশের ৬৯ কোটি নাগরিক এই স্কিমের সুবিধা পাচ্ছেন। এছাড়াও এক দেশ এক রেশন কার্ডের অধীনে মাসে ১.৬ কোটি লেনদেন হচ্ছে।
খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে বলেন, 'মেরা রেশন’ অ্যাপ ব্যবহার করে সাধারণ নাগরিক, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা দেশের যে কোন প্রান্তে গিয়ে নিকটবর্তী রেশন কার্ড খুঁজে পাবেন। তিনি বলেন, “মোট ১৪ টি প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করার পরিকল্পনা হয়েছে। কোন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বেশি যাতায়াত করেন সেই নিরিখে এই ভাষা পছন্দ করা যাবে।” পশ্চিমবঙ্গে এখনও এক দেশ এক রেশন কার্ড শুরু না হলেও তিনি জানিয়েছেন আগামী চার মাসের মধ্যে তা শুরু হয়ে যেতে পারে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470