Just In
বিভিন্ন ব্যাঙ্ক এটিএম থেকে রিচার্জ করা যাবে জিও নম্বর
১৫ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে। লকডাউনের সময় দেশের বিভিন্ন মোবাইলের দোকান বন্ধ। তাই সাধারণ প্রিপেড গ্রাহকদের রিচার্জ করতে কাহিল হতে হচ্ছে। অনলাইনে রিচার্জের সঙ্গেই এবার প্রিপেড গ্রাহকরা ব্যাঙ্ক এটিএমে গিয়ে জিও নম্বর রিচার্জ করতে পারবেন। নির্বাচিত ব্যাঙ্কের এটিএম থেকে এই রিচার্জ করা যাবে। দোকান বন্ধ থাকলেও যেন গ্রাহকের রিচার্জ করতে সমস্যা না হয় সেই চিন্তা করেই এই পদক্ষেপ নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।

কোন কোন এটিএম থেকে জিও রিচার্জ করা যাবে?
নির্বাচিত কিছু এটিএম থেকে জিও রিচার্জ করা যাবে। এই মুহূর্তে এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক এইউএফ ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক সিটিব্যাঙ্ক ও স্ট্যান্টার্ড চার্টার্ড ব্যাঙ্কের এটিএম থেকে জিও রিচার্জ করা যাচ্ছে।
এটিএম থেকে জিও নম্বর রিচার্জ করবেন কীভাবে?
এটিএম থেকে জিও নম্বর রিচার্জ করতে নীচের পদ্ধতি অনুসরণ করুন।
স্টেপ ১। এটিএম মেশিনে ডেবিট কার্ড ঢুকিয়ে দিন।
স্টেপ ২। রিচার্জ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৩। যে জিও নম্বর রিচার্জ করতে চান সেই নম্বরটি টাইপ করুন।
স্টেপ ৪। এটিএম পিন দিন।
স্টেপ ৫। রিচার্জের অ্যামাউন্ট সিলেক্ট করুন। এই জন্য আপনাকে প্ল্যানের সুবিধা আগে থেকে জানতে হবে।
স্টেপ ৬। এবার কনফার্ম বাটন সিলেক্ট করলে নির্দিষ্ট জিও নম্বর রিচার্জ হয়ে যাবে।
মতামত
জিও অ্যাপ ও ওয়েবসাইট থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্টের মাধ্যমে যে কোন জিও নম্বর রিচার্জ করা সম্ভব। এছাড়াও রয়েছে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ। অনলাইনে রিচার্জ করার সব অপশন থাকলেও মানুষ কেন এটিএমে গিয়ে মোবাইল রিচার্জ করবেন এই যুক্তি খুঁজে পাচ্ছেন না অনেকেই। ঘরে বসে রিচার্জের সব সুবিধা থাকতেও মানুষ কেন বাইরে গিয়ে এটিএম থেকে রিচার্জ করবেন তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470