Just In
২,০০০ টাকা পর্যন্ত সস্তা হল ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো
ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে অ্যামাজন। শুরুমাত্র সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য এই দুই ফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। সিটি ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ওয়ানপ্লাস ৭ কিনলে ১,৫০০ টাকা আর ওনেপ্লাস ৭ প্রো কিনলে ২,০০০ টাকা ছাড় পাবেন। অ্যামাজন, ওয়ানপ্লাস ওয়েবসাইট, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর আর অফলাইন স্টোর থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে।

৩১ জুলাই পর্যন্ত ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে সিটি ব্যাঙ্ক ক্রেট কার্ড গ্রাহকদের জন্য এই অফার চলবে। সাথে থাকছে এক্সচেঙ্ক অফার আর নো কস্ট ইএমআই এর সুবিধা।
৬ জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজে ওয়ানপ্লাস ৭ এর দাম ৩২,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ৩৭,৯৯৯ টাকা খরচ হবে। অন্যদিকে ৪৮,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ৭ প্রো এর বেস ভেরিয়েন্ট।
ওয়ানপ্লাস ৭ ফোনে রয়েছে ৬.৪১ ইঞ্চি অপ্টিক অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য ওয়ানপ্লাস ৭ ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, ইলেট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর পিডিএএফ অটোফোকাস সাপোর্ট। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাতেও থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান।
ওয়ানপ্লাস ৭ ফোনে রয়েছে একটি ৩,৭০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। ডুয়াল সিম ওয়ানপ্লাস ৭ ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির অক্সিজেন ওএস স্কিন। থাকছে ডুয়াল স্পিকার আর ডলবি অ্যাটমস সাপোর্ট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470