Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
১,০০০ টাকা সস্তা হল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৭এস
সম্প্রতি রেডমি নোট ৭ এর পরিবর্তে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৭এস। সম্প্রতি বিশ্বব্যাপী দেড় কোটি রেডমি নোট ৭ সিরিজ স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। এই সাফল্য উজ্জাপন করতে রেডমি নোট ৭এস ফোনে ১,০০০ টাকা ছাড় দিচ্ছে চিনের কোম্পানিটি। ১২ জুলাই পর্যন্ত এই সেল চলবে। ফ্লিপকার্ট আর কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ছাড় পাওয়া যাবে।
রেডমি নোট ৭এস এর প্রধান আকর্ষন ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও রেডমি নোট ৭এস এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
3GB RAM + 32GB স্টোরেজে রেডমি নোট ৭এস এর দাম ১০,৯৯৯ টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে রেডমি নোট ৭এস এর দাম ১২,৯৯৯ টাকা। ২৩ মে থেকে রেডমি নোট ৭এস বিক্রি শুরু হবে।
রেডমি নোট ৭এস এ থাকছে একটি ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৪জিবি পর্যন্ত র্যাম আর ৬৪জিবি পর্যন্ত স্টোরেজ। রেডমি নোট ৭এস এর ওজন ১৮৬ গ্রাম।
রেডমি নোট ৭এস ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার থাকছে। ফোনের সামনে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডুয়াল সিম রেডমি নোট ৭এস এ অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI ১০ স্কিন। ফোনের ভিতরে রয়েছে একটি ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে কুইক চার্জ ৪ সাপোর্ট। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190