Just In
Don't Miss
পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়েই
সম্প্রতি পপ-আপ সেলফি ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চের প্রতিযোগীতা শুরু হয়েছে। ইতিমধ্যেই পপ-আপ সেলফি ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করেছে ওপ্পো, ভিভো –র মতো কোম্পানিগুলি। শিঘ্রই শাওমি, রিয়েলমি ও ওয়ানপ্লাস এর মতো তাবড় কোম্পানিগুলি পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে। এতদিন এই ডিজাইনে নজর না দিলেও এবার পপ-আপ সেলফি ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়েই। হুয়াওয়েই পি স্মার্ট জেড ফোন পপ-আপ সেলফি ক্যামেরা থাকার কারনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।
ইতিমধ্যেই কোম্পানির ইতালি ও স্পেনের ওয়েবসাইটে হুয়াওয়েই পি স্মার্ট জেড ফোনটি দেখা গিয়েছে। সাফায়ার ব্লু, মিডনাইট ব্ল্যাক আর ইমিরাল্যান্ড গ্রিন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাথে থাকছে ডুয়াল টেক্সচার ডিজাইন।
হুয়াওয়েই পি স্মার্ট জেড ফোনে থাকছে ৬.৭ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে, ফোনের ভিতরে থাকছে একটি কিরিন ৭১০ চিপসেট। শুধুমাত্র ৪জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। হুয়াওয়েই পি স্মার্ট জেড ফোনে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির কাস্টম স্কিন চলবে। এই ফোনের ওজন ১৯৬.৯ গ্রাম।
ছবি তোলার জন্য হুয়াওয়েই পি স্মার্ট জেড ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। নতুন হুয়াওয়েই ফোনের প্রধান আকর্ষন ১৬ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। এই পপ-আপ ক্যামেরা ১২ কেজি পর্যন্ত চাপ সয্য করতে পারবে। ১০ লক্ষ বার ওঠা নামা করতে পারবে এই ক্যামেরা।
ইতালিতে হুয়াওয়েই পি স্মার্ট জেড এর দাম ২৮০ ইউরো (প্রায় ২১,৯০০ টাকা)।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,990
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,899
-
34,990
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790