Just In
এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর লেটেস্ট ডিসপ্লে টেকনোলজি
ইতিমধ্যেই ২০১৮ সালে লঞ্চ হয়েছে একাধিক নতুন টেকনোলজির স্মার্টফোন। বছরের সম্ভাব্য শেষ ফোনটিও তার ব্যতিক্রম নয়। নতুন এই ফোনে ডিসপ্লের মধ্যে রয়েছে একটি ছিদ্র। সেই ছিদ্রের মধ্যেই থাকছে সেলফি ক্যামেরা। এইভাবে ডিসপ্লের উপরে নচের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করেছে চিনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Huawei। এছাড়াও সোমবার লঞ্চ হওয়া Huawei Nova 4 ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই প্রথম কোন স্মার্টফোনে এতো বেশি পিক্সেল ক্যামেরা দেখা গেল।

Huawei Nova 4 এর দাম
আপাতত শুধুমাত্যর চিনে লঞ্চ হয়েছে Huawei Nova 4। প্রতিবেশী দেশে Nova 4 এর দাম শুরু হচ্ছে ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)। তবে টপ এন্ড ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৩০০ টাকা)। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইটে এই স্মার্টফোনের বুকিং শুরু হয়েছে। তবে ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে তা জানায়নি চিনের কোম্পানিটি।
Huawei Nova 4 স্পেসিফিকেশান
Huawei Nova 4 ফোনের ডিসপ্লে সব স্মার্টফোনের থেকে আলাদা। নতুন এই ফোনের ডিসপ্লের মধ্যে একটি ছিদ্রে রয়েছে, সেই ছিদ্রে থাকছে সেলফি ক্যামেরা। Huawei Nova 4 তে রয়েছে ৬.৪ ইঞ্চি IPS LCD FHD+ ডিসপ্লে।
Huawei Nova 4 এ রয়েছে কোম্পানির নিজস্ব Kirin 970 চিপসেট। Huawei P20 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। সম্প্রতি Kirin 980 চিপসেট লঞ্চের আগে এটি ছিল কোম্পানির ফ্ল্যাগশিপ। Kirin 970 চিপসেটে থাকছে ১০ ন্যানোমিটার প্রসেস। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।
Huawei Nova 4 এর পিছজনে থাকছে ট্রিপল ক্যামেরা সেন্সার ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে রয়েছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Huawei Nova 4 তে থাকছে 3750 mAh ব্যাটারি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470