Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
প্রিপেডে দুটি নতুন প্ল্যান নিয়ে এল আইডিয়া
ডাটা যুদ্ধে জর্জরিত টেলিকম ব্যবসা। সব কোম্পানি গ্রাহক ধরে রাখতে একের পর এক নতুন প্ল্যান নিয়ে আসছে। এর একই প্ল্যানে আগের থেকে বেশি ডাটা দিতে শুরু করেছে কোম্পানিগুলি। এবার দুটি কাজ একসাথে করে গ্রাহকের মন পাওয়ার কাজ করল আইডিয়া। সম্প্রতি ৩৯৯ টাকা প্ল্যান নতুন করে সাজিয়েছিল ভোডাফোন। এবার একই কাজ করল আইডিয়া। ৩৯৯ টাকা প্ল্যান নতুন করে সাজানোর সাথেই ৩৯২ টাকার নতুন প্ল্যান লঞ্চ করল টেলিকম কোম্পানিটি।
টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে ৩৯২ টাকা প্ল্যানে দিনে 1.4GB ডাটা ব্যবহার করতে পারবেন আইডিয়া প্রিপেড গ্রাহকরা। সাথে থাকবে আনলিমিটেড কল ও দিনে ১০০ টি SMS এর সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৬০ দিন। তবে নামে আনলিমিটেড হলেও কোম্পানির অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানেও দিনে সর্বোচ্চ ২৫০ মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ ১০০ মিনিট লোকাল ও ন্যাশানাল করা যাবে।
আগে আইডিয়া ৩৯৯ টাকা প্ল্যানে গ্রাহকরা দিনে 1.4GB ডাটা ব্যবহার করতে পারতেল। একই কলিং সুবিধা সহ ৩৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ছিল ৭০ দিন। এবার ৩৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি বদলে ৮৪ দিন করল আইডিয়া। আগে নতুন ৩৯৯ টাকায় দিনে 1.4GB ডাটা ব্যবহার করা গেলেও এবার থেকে আইডিয়া প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানে দিনে 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। সাথে দিনে সর্বোচ্চ ২৫০ মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ ১০০ মিনিট লোকাল ও ন্যাশানাল করা যাবে। ৩৯৯ টাকা প্ল্যানের সাথেও দিনে ১০০ টি SMS করার সুবিধা পাবেন গ্রাহকরা।
তবে ভয়েস কলের সীমা শেষ হলে মিনিটে ৩০ পয়সা দরে কল করা যাবে। এছাড়াও সর্বোচ্চ ১০০টি আলাদা নম্বরে বিনামূল্যে কল করতা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190