Just In
জৈব পদ্ধতিতে চাষ করবেন কীভাবে? ইউটিউবে শেখাচ্ছেন এই চাষী
অনলাইন ভিডিওর দুনিয়ায় ইউটিউব এক জনপ্রিয় নাম। ইন্টারনেটে যে কোন জিনিশ শিখতে সবার আগে ইউটিউবের শরণাপন্ন হই আমরা। গত কয়েক বছরে ভারতে ডেটার দাম কমা ও স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির পরে ইউটিবের মতো অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের জনপ্রিয়তা হুহু করে বেড়েছে।

নতুন এই ভিডিও প্ল্যাটফর্মের সুযোগে গোটা দেশের মানুষ আরও বেশি করে ভিডিও ইউটিউবে আপলোড করতে শুরু করেছেন। সম্প্রতি পাঞ্জাবের এক চাষী ইউটিউবে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যেই দর্শন সিং ২০ লক্ষ সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছেন। কীভাবে সহজে জৈব পদ্ধতিতে চাষ করে কম খরচে বেশি ফসল উৎপাদন করা যায় তা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন দর্শন। দর্শনের ইউটিউব চ্যানেলের নাম ফার্মিং লিডার্স।
এই মুহুর্তে দর্শন সিং এর ফার্মিং লিডার্স ইউটিউব চ্যানেলে ২৩ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। মোট ১৭০,৫৯৯,১৪৫ বার দর্শনের ভিশিও দেখেছেন মানুষ। চাষীদের ছাগলের প্রজনন, ধান চাষ সহ বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরী করেন দর্শন। এছাড়াও চাষীদের কাজে লাগে এমন যন্ত্র নিজের চ্যানেলে রিভিউ করেন দর্শন। ফার্মিন লিডার্স ইউটিউব চ্যানেলে বিভিন্ন ট্রাক্টরের রিভিউ দেখতে পাবেন।
সম্প্রতি এক সাক্ষ্যাতকারে দর্শন বলেন, “২০১৭ সালে যখন আমি প্রথম ডেয়ারি চাষ শুরু করি শুরুতে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। তখন আমি সব কিছু জানতাম না। ইন্টারনেটে সার্চ করলে খুব ভালো উত্তর পেতাম না। আগে আমি মোবাইল থেকে ভিডিও রেকর্ড করে ইউটিউবে আপলোড করতাম। ডেয়ারি ও ফসল চাষ সম্পর্কে বিভিন্ন ভিডিও তৈরী করতাম। ছয় মাসের মধ্যেই চাষীদের মধ্যে আমার ভিডিও জনপ্রিয়তা পেতে শুরু করে। আমার ভিডিও দেখে অনেকেই উপকার পেয়েছেন বলে জানিয়েছেন।”
চাষীর পরিবারে জন্মালেও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন দর্শন। এর পরে নিজের ১২ একর জমিতে চাষ করার সিদ্ধান্ত নেন তিনি। কোন রাষায়নিক ছাড়া জৈব পদ্ধতিতে চাষ করেন দর্শন সিং।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470