Just In
কেন ইনস্টাগ্রাম থ্রেড অ্যাপ লঞ্চ করল ফেসবুক?
অ্যানড্রইয়েড আর আইওএস ডিভাইসের জন্য থ্রেড নামে একটি সম্পূর্ণ নতুন অ্যাপ লঞ্চ করেছে ফেসবুক। ইনস্টাগ্রামে চ্যাট সহজ করার জন্য নতুন এই অ্যাপ লঞ্চ করেছে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। কোম্পানি জানিতেছে এটা একটা 'ক্যামেরা ফার্স্ট’ মেসেজিং অ্যাপ। ইসস্টাগ্রামের নির্বাচিত বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে এই অ্যাপ ব্যবহার করা যাবে।

থ্রেড ব্যবহার করে ইনস্টাগ্রাম গ্রাহকরা ছবি, ভিডিও, মেসেজ আর স্টোরি শেয়ার করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাপে পোস্ট করলে তা অনেক বেশি মানুষ দেখতে পান। থ্রেড থেকে পোস্ট করলে নির্বাচিত ব্যক্তিরা এই পোস্ট দেখতে পাবেন।
ডিরেক্ট মেসেজ ছাড়াও ইনস্টাগ্রামের কয়েকটি ফিচার সহ লঞ্চ হয়েছে থ্রেড। অন্য কোন ব্যক্তি থ্রেড থেকে মেসেজ পাঠালে ইনস্টাগ্রাম ডিরেক্ট মেসেজে তা দেখা যাবে।
ইতিমধ্যেই নির্বাচিত কয়েকটি দেশে থ্রেড ডাউনলোড করা যাচ্ছে। শিঘ্রই গোটা বিশ্বের গ্রাহকরা থ্রেড ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। নতুন এই অ্যাপ এর নাম স্টাডি। এই অ্যাপ থেকে গ্রাহকের সব ধরনের তথ্য সংগ্রহ করবে ফেসবুক। গ্রাহক কতক্ষণ ফোন ব্যবহার করেন, কোন অ্যাপ কত সময় ব্যবহার করেন, কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার হচ্ছে এই ধরনের তথ্য সংগ্রহ করবে স্টাডি অ্যাপ।
তবে পাসওয়ার্ড অথবা কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন তা জানবে না নতুন অ্যাপ। ফেসবুক জানিয়েছে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা এই ব্যক্তিগত তথ্য বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করবে ফেসবুক।
যে সব গ্রাহকের কাছে ইতিমধ্যেই ফেসবুক স্টাডি প্রোগ্রামের আমন্ত্রণ পৌঁছেছে তারা স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ইনস্টক করার পরে বিভিন্ন পার্মিশান দিয়ে দিতে হবে। যে কোন সময় এই অ্যাপ আন ইনস্টল করে এই প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়া যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190